কুমিল্লায় গরুবোঝাই ট্রাক উল্টে ২ জন নিহত; মারা গেল ৩ গরু

জহিরুল হক বাবু।।
কুমিল্লার দাউদকান্দিতে গরুবোঝাই ট্রাক উল্টে ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির পুটিয়া ইউটার্নে আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম মোল্লা।

পুলিশ জানায়, গরুবোঝাই একটি ট্রাক ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। সকাল ১০টার দিকে ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গরুবোঝাই ট্রাক ও কাভার্ডভ্যান সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় গরু ব্যবসায়ী রাসেলসহ দুজন নিহত হন। এতে আহত হন আরও চারজন। তাঁদের গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় ৩ টি গরু মারা গেছে, পা ভেঙ্গে আহত হয়েছে অন্তত ১০ টি গরু।

ওসি মো. মনজুরুল আলম মোল্লা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের একজনের নাম জানা গেছে। কিন্তু অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page