আলমগীর হোসেন।।
কুমিল্লায় গাঁজা, ইস্কাফ সিরাপ এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মাইক্রো (নোহা) গাড়ি উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ মে) দিবাগত-রাতে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা পুলিশ অভিযান পরিচালনা করে।
জেলা গোয়েন্দা শাখা সুত্রে জানা যায়, নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পাকা রাস্তার মোড়ে নোহা মাইক্রো আসতে দেখে গাড়িটি থামানোর জন্য সংকেত দিলে চালক গাড়ি থামিয়ে চালকসহ গাড়ীর ভেতরে থাকা ২/৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি গাড়ি থেকে নেমে দৌঁড়ে পালিয়ে যায়।
পুলিশ উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় পলাতক আসামিদের ফেলে যাওয়া গাড়ীটি তল্লাশী করে গাড়ীর ভিতর হতে ২০ কেজি গাঁজা, ২০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার সহ মাদক পরিবহনে ব্যবহৃত এ গাড়িটি জব্দ করে।
উক্ত ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা করা হয়।