০২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দীর্ঘ পাঁচ বছর আইনি লড়াই শেষে মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বুড়িচংয়ের কবির হোসেন কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লায় গোমতী নদী থেকে বালু উত্তোলন; প্রকৌশলীর কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত, সবাই এক এলাকার কুমিল্লায় দুধ দিয়ে গোসল করে শেষ রক্ষা হলো না সেই আ.লীগ নেতার মুরাদনগরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুমিল্লায় তেল পরিমাপে গড়মিল, মদিনা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দুর্নীতি ও লুটপাটমুক্ত অর্থবহ পরিবর্তন চায় লেবার পার্টি : ডা. ইরান বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুবির প্রকৌশল অনুষদে ডিন’স অ্যাওয়ার্ড ও বৃত্তি প্রদান

কুমিল্লায় গোমতী নদী থেকে বালু উত্তোলন; প্রকৌশলীর কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা

  • তারিখ : ১১:০২:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • 276

জহিরুল হক বাবু।।
কুমিল্লার গোমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নদীর ওপর নির্মাণাধীন সেতুতে ব্যবহারের অভিযোগে ‘হামীম ইন্টারন্যাশনাল অ্যান্ড রাশেদুজ্জামান পিটার কোং’ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির এক প্রকৌশলীকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান।

সাজাপ্রাপ্ত প্রকৌশলীর নাম ওহিদুল ইসলাম। তিনি গোলাবাড়ি ব্রিজ প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান বলেন, “গোমতী নদীর গোলাবাড়ি পয়েন্টে এলজিইডির নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠান ব্রিজ নির্মাণের ফাঁকে নদীর চর থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে। এটি সম্পূর্ণ নিয়ম বহির্ভূত এবং নদী ও সেতুর জন্য অত্যন্ত ক্ষতিকর।”

তিনি আরও বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা অর্থদণ্ড এবং সাইট ইঞ্জিনিয়ারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনটিও অপসারণ করা হয়েছে।”

অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানায়, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

error: Content is protected !!

কুমিল্লায় গোমতী নদী থেকে বালু উত্তোলন; প্রকৌশলীর কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা

তারিখ : ১১:০২:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লার গোমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নদীর ওপর নির্মাণাধীন সেতুতে ব্যবহারের অভিযোগে ‘হামীম ইন্টারন্যাশনাল অ্যান্ড রাশেদুজ্জামান পিটার কোং’ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির এক প্রকৌশলীকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান।

সাজাপ্রাপ্ত প্রকৌশলীর নাম ওহিদুল ইসলাম। তিনি গোলাবাড়ি ব্রিজ প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান বলেন, “গোমতী নদীর গোলাবাড়ি পয়েন্টে এলজিইডির নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠান ব্রিজ নির্মাণের ফাঁকে নদীর চর থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে। এটি সম্পূর্ণ নিয়ম বহির্ভূত এবং নদী ও সেতুর জন্য অত্যন্ত ক্ষতিকর।”

তিনি আরও বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা অর্থদণ্ড এবং সাইট ইঞ্জিনিয়ারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনটিও অপসারণ করা হয়েছে।”

অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানায়, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।