০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে প্রবাসীর স্ত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ডাঃ তাহেরের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের চৌদ্দগ্রাম উপজেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা ও মাদকসেবির কারাদণ্ড কুমিল্লায় ওয়াই-ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাস ফেরত যুবকের মৃত্যু বুড়িচংয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত দেবিদ্বারে হাসপাতাল ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মালিক সমিতির মানববন্ধন বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক বেগম জিয়ার আরোগ্য কামনায় কুমিল্লায় টানা ১২ দিন কুরআন খতম ও দোয়া কুবিতে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বৃদ্ধি

কুমিল্লায় ছাত্রদের উপর হামলার ঘটনায় আ’লীগ নেতা হাসু চেয়ারম্যান গ্রেফতার

  • তারিখ : ১০:৪৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • 90

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা পুলিশ লাইনসে হামলার ঘটনায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। তিনি কুমিল্লার সদর দক্ষিণ থানায় দায়ের করা দুটি মামলায় আসামি ছিলেন। রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় তাকে কুমিল্লার বাগিচাগাঁও এলাকা থেকে গ্রেফতার করে কোতয়ালি মডেল থানা পুলিশ।

গ্রেফতার ওই আওয়ামী লীগ নেতার নাম হাসমত উল্লাহ হাসু। তিনি সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান ও সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘কুমিল্লা পুলিশ লাইনসে হামলার ঘটনায় ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় কোনও মামলা নেই। কিন্তু সদর দক্ষিণ থানায় মামলা রয়েছে।’

সদর দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দুটি মামলার আসামি আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহ হাসু।

উল্লেখ্য, গত ৩ আগস্ট দুপুরে কুমিল্লা নগরীর পুলিশ লাইনস ও রেসকোর্স এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেন। এ হামলার ঘটনায় সাত জন গুলিবিদ্ধ হন। এ ছাড়া আহত হন কমপক্ষে ৩০ জন। হামলায় তৎকালীন সরকারদলীয় নেতাকর্মীদের ব্যবহার করা আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ছাড়া নিরীহ ছাত্রীদের এলোপাতাড়ি পেটানোর ভিডিও ভাইরাল হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।

error: Content is protected !!

কুমিল্লায় ছাত্রদের উপর হামলার ঘটনায় আ’লীগ নেতা হাসু চেয়ারম্যান গ্রেফতার

তারিখ : ১০:৪৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা পুলিশ লাইনসে হামলার ঘটনায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। তিনি কুমিল্লার সদর দক্ষিণ থানায় দায়ের করা দুটি মামলায় আসামি ছিলেন। রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় তাকে কুমিল্লার বাগিচাগাঁও এলাকা থেকে গ্রেফতার করে কোতয়ালি মডেল থানা পুলিশ।

গ্রেফতার ওই আওয়ামী লীগ নেতার নাম হাসমত উল্লাহ হাসু। তিনি সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান ও সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘কুমিল্লা পুলিশ লাইনসে হামলার ঘটনায় ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় কোনও মামলা নেই। কিন্তু সদর দক্ষিণ থানায় মামলা রয়েছে।’

সদর দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দুটি মামলার আসামি আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহ হাসু।

উল্লেখ্য, গত ৩ আগস্ট দুপুরে কুমিল্লা নগরীর পুলিশ লাইনস ও রেসকোর্স এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেন। এ হামলার ঘটনায় সাত জন গুলিবিদ্ধ হন। এ ছাড়া আহত হন কমপক্ষে ৩০ জন। হামলায় তৎকালীন সরকারদলীয় নেতাকর্মীদের ব্যবহার করা আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ছাড়া নিরীহ ছাত্রীদের এলোপাতাড়ি পেটানোর ভিডিও ভাইরাল হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।