
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার লাকসাম উপজেলার সিংজোড় গ্রামে মোসা. ছায়েরা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। জমি সংক্রান্ত পুরনো বিরোধের জেরে বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে নিহতের পরিবার।
নিহত ছায়েরা বেগমের স্বজনরা জানান, তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। সম্প্রতি প্রতিবেশীদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে বাড়িতে একা থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। পরে ঘরের ভেতর থেকে তার গলার স্বর্ণের চেইন ও ব্যবহৃত মোবাইল ফোনও নিয়ে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। শুক্রবার (২০ জুন) ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা হলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।