০৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রেতাকে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু জব্দ কুমিল্লা স্টেডিয়াম এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার আ’লীগের হামলায় আহত মহিলাদল নেত্রীকে দেখতে কুমিল্লায় সাবেক মন্ত্রী কায়কোবাদ খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে -সফিকুর রহমান বুড়িচংয়ে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু তাহের গ্রেপ্তার বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ইটভাটা উচ্ছেদ জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন

কুমিল্লায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর

  • তারিখ : ১১:০০:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
  • 104

নিউজ ডেস্ক।।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের পশ্চিম ডেকরা গ্রামের বাড়িতে গতকাল শুক্রবার রাত নয়টায় এ ঘটনা ঘটে।

এই ঘটনার প্রতিবাদে আজ শনিবার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন। তাঁরা এ ঘটনার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন। বেলা সাড়ে তিনটায় নগরের টমছমব্রিজ এলাকার একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন করা হয়।

লিখিত বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ শাহজাহান বলেন, গতকাল রাত নয়টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার কুলাসার গ্রামের আবদুর রহমানের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল পশ্চিম ডেকরা গ্রামে আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা আরও দুটি বাড়িতে ভাঙচুর করেন। দুই ঘণ্টা ধরে হামলা চললেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। আবদুর রহমান এলাকায় আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত।

সংবাদ সম্মেলনে দুই দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো, ঘটনার সঙ্গে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ ছাড়া এ ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়।

error: Content is protected !!

কুমিল্লায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর

তারিখ : ১১:০০:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩

নিউজ ডেস্ক।।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের পশ্চিম ডেকরা গ্রামের বাড়িতে গতকাল শুক্রবার রাত নয়টায় এ ঘটনা ঘটে।

এই ঘটনার প্রতিবাদে আজ শনিবার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন। তাঁরা এ ঘটনার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন। বেলা সাড়ে তিনটায় নগরের টমছমব্রিজ এলাকার একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন করা হয়।

লিখিত বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ শাহজাহান বলেন, গতকাল রাত নয়টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার কুলাসার গ্রামের আবদুর রহমানের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল পশ্চিম ডেকরা গ্রামে আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা আরও দুটি বাড়িতে ভাঙচুর করেন। দুই ঘণ্টা ধরে হামলা চললেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। আবদুর রহমান এলাকায় আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত।

সংবাদ সম্মেলনে দুই দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো, ঘটনার সঙ্গে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ ছাড়া এ ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়।