০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়া যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কুমিল্লার লাভলী আক্তারকে সম্মাননা স্মারক প্রদান কক্সবাজারের আনন্দযাত্রা সড়কেই শেষ, কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা বাঁচতে চায় মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন উত্তর স্বেচ্ছাসেবক দলের ৪নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি সভা কুমিল্লায় ৪ বছরের শিশু ধর্ষণ, প্রধান আসামি বাবু গ্রেফতার মুরাদনগরে ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন ইন বাংলাদেশের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কুমিল্লায় টানা ৪০ দিন নামাজ পড়ায় শিশুদের হাতে বাইসাইকেল ও কোরআন

  • তারিখ : ১২:২৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • 586

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাটে অনুষ্ঠিত হলো এক অনন্য আয়োজন। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা ১০০ জন শিশু-কিশোরকে দেওয়া হলো বাইসাইকেল, পবিত্র কোরআন শরীফসহ নানা পুরস্কার।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাদঘর দ্বীনিয়া মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে কাদঘর মিয়াজী ফাউন্ডেশন ও মানবকল্যাণ সংগঠন।

অনুষ্ঠানস্থলে ভিড় জমে শত শত মানুষের। ছোট ছোট শিশুদের মুখে ঝলমলে হাসি—কেউ পাচ্ছে নতুন বাইসাইকেল, কেউ হাতে নিচ্ছে কোরআন শরীফ। চারপাশে যেন আনন্দ-উচ্ছ্বাসের রঙিন উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাদঘর মিয়াজী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর হোসেন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আলেম ও সামাজিক সংগঠনের প্রতিনিধি। বক্তারা বলেন, নতুন প্রজন্মকে নামাজের প্রতি আগ্রহী করতে ও নৈতিকতার পথে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

পুরস্কার পেয়ে আনন্দিত শিশু-কিশোররা জানায়, নিয়মিত জামাতে নামাজ আদায় করার মধ্য দিয়ে তারা ভিন্ন রকম এক আত্মতৃপ্তি পেয়েছে। অভিভাবকদের মধ্যেও ছিল আনন্দ-উচ্ছ্বাস। এক অভিভাবক বলেন, “আমার সন্তানকে নামাজ পড়তে কখনো জোর করতে হয়নি। বরং সে নিজেই প্রতিদিন তাড়া দিয়েছে। আজকের পুরস্কার তার জন্য বাড়তি অনুপ্রেরণা।”

শুধু পুরস্কারই নয়, অনুষ্ঠানে পাঁচজন হাফেজকে পাগড়ি পরিয়ে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এতে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। উপস্থিত মানুষ মনে করেন, শিশুদের চোখের উজ্জ্বলতা ও আত্মবিশ্বাসই প্রমাণ করে—পুরস্কারের চেয়ে বড় প্রাপ্তি হলো তাদের অঙ্গীকার, নামাজ ও নৈতিকতার পথে আজীবন অটল থাকার প্রতিশ্রুতি।

error: Content is protected !!

কুমিল্লায় টানা ৪০ দিন নামাজ পড়ায় শিশুদের হাতে বাইসাইকেল ও কোরআন

তারিখ : ১২:২৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাটে অনুষ্ঠিত হলো এক অনন্য আয়োজন। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা ১০০ জন শিশু-কিশোরকে দেওয়া হলো বাইসাইকেল, পবিত্র কোরআন শরীফসহ নানা পুরস্কার।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাদঘর দ্বীনিয়া মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে কাদঘর মিয়াজী ফাউন্ডেশন ও মানবকল্যাণ সংগঠন।

অনুষ্ঠানস্থলে ভিড় জমে শত শত মানুষের। ছোট ছোট শিশুদের মুখে ঝলমলে হাসি—কেউ পাচ্ছে নতুন বাইসাইকেল, কেউ হাতে নিচ্ছে কোরআন শরীফ। চারপাশে যেন আনন্দ-উচ্ছ্বাসের রঙিন উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাদঘর মিয়াজী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর হোসেন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আলেম ও সামাজিক সংগঠনের প্রতিনিধি। বক্তারা বলেন, নতুন প্রজন্মকে নামাজের প্রতি আগ্রহী করতে ও নৈতিকতার পথে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

পুরস্কার পেয়ে আনন্দিত শিশু-কিশোররা জানায়, নিয়মিত জামাতে নামাজ আদায় করার মধ্য দিয়ে তারা ভিন্ন রকম এক আত্মতৃপ্তি পেয়েছে। অভিভাবকদের মধ্যেও ছিল আনন্দ-উচ্ছ্বাস। এক অভিভাবক বলেন, “আমার সন্তানকে নামাজ পড়তে কখনো জোর করতে হয়নি। বরং সে নিজেই প্রতিদিন তাড়া দিয়েছে। আজকের পুরস্কার তার জন্য বাড়তি অনুপ্রেরণা।”

শুধু পুরস্কারই নয়, অনুষ্ঠানে পাঁচজন হাফেজকে পাগড়ি পরিয়ে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এতে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। উপস্থিত মানুষ মনে করেন, শিশুদের চোখের উজ্জ্বলতা ও আত্মবিশ্বাসই প্রমাণ করে—পুরস্কারের চেয়ে বড় প্রাপ্তি হলো তাদের অঙ্গীকার, নামাজ ও নৈতিকতার পথে আজীবন অটল থাকার প্রতিশ্রুতি।