জহিরুল হক বাবু।।
কুমিল্লায় ট্রেনের কাটায় পড়ে এক নারী মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে কুমিল্লা চৌদ্দগ্রাম গুনবতী রেললাইনের অদূরে মহানগর প্রভাতী ট্রেনের কাটায় পড়ে ওই নারীর মৃত্যু ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ উল্লাহ বাহার।
পুলিশ জানান, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী নামের ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। এই সময় চৌদ্দগ্রাম গুনবতী এলাকায় পৌছালে স্টেশন থেকে এক কিলোমিটার অদূরে ওই নারী ট্রেনের কাটায় পড়ে ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ উল্লাহ বাহার বলেন নিহত ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। আমরা ওই নারী মরদেহ সুরতহাল করছি। আমরা ওই নারীর পরিচয় শনাক্ত করে পরিবারের সাথে যোগাযোগ করে মরদেহ হস্তান্তর করবো।