কুমিল্লায় ডাকাতির স্বর্ণালংকার ও টাকাসহ ১৫টি মামলার আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক।।
কুমিল্লায় ডাকাতির টাকা, স্বর্ণালংকারসহ মনির হোসেন (৪৭) ও উজ্জ্বল হোসেন (৪০) নামে দুই ডাকাত কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ নভেম্বর) ভোরে লাকসাম থানা এলাকা থেকে মনির হোসেন এবং চান্দিনা এলাকা থেকে উজ্জ্বল হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মনির হোসেন কুমিল্লার মুরাদনগরের উড়িশ্বর মোল্লা বাড়ির মৃত আবুল হাসেমের ছেলে। উজ্জ্বল হোসেন দেবিদ্বার বরকামতা স্বর্ণকার পাড়ার তোতা মিয়ার ছেলে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ জানান, ১৪ নভেম্বর রাতে লাকসামের কৈত্রা মসজিদ বাড়িতে গেটের তালা ভেঙে দুটি মোবাইল ফোন, নগদ ৫৫ হাজার ৮শ টাকা ও নয় ভরি বার আনা ওজনের স্বর্ণালংকার ডাকাতি হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মামা আবদুর রব ১৪/১৫ জন অজ্ঞাত ডাকাতের বিরুদ্ধে মামলা করেন।

শুক্রবার ভোরে ডাকাত দলের সর্দার মনির হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী চান্দিনা এলাকা থেকে তার আরেক সহযোগী উজ্জ্বল হোসেন ওরফে বিল্লাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় মনিরের কাছ থেকে ডাকাতির ৩০ হাজার টাকা ও চান্দিনা মধ্য বাজারের নিশিতা জুয়েলার্স থেকে সাড়ে ছয় ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

গ্রেফতার মনির হোসেনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালী থানায় একটি, সদর দক্ষিণ থানায় ছয়টি, দেবিদ্বার থানায় দুটি, আড়াইহাজার থানার একটি, বুড়িচং থানায় দুটি, দেবিদ্বার থানার একটি ও লাকসাম থানায় একটিসহ ১৫টি মামলা রয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page