কুমিল্লায় ডায়াবেটিস রোগীদের হজ পালনে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আতাউর রহমান।।
ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হজ পালনে ডায়াবেটিস রোগীদের করণীয় শীর্ষক সেমিনার ও আপনজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১ মে ) সকালে কুমিল্লা নগরীর গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির আয়োজনে এই সেমিনার ও আপনজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম। পরিচালনা করেন ডা. আতাউর রহমান জসিম। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন বিগ্রেডিয়ার জেনারেল ডা. আব্দুল হান্নান। এ সময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ, কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী, বিশিষ্ট শিক্ষানুরাগী মোশারফ হোসেন খান চৌধুরী। এ সময় হজ পালনে আগ্রহী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কিডনিরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ জহির উদ্দিন, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবদুল্লা আল হাসান, গাইনি বিশেষজ্ঞ ডাক্তার দিলরুবা আক্তার, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মুহাম্মদ শাহ আলম, চক্ষু বিশেষজ্ঞ ডা. নাজমুস সাদাত পিলু ও অন্যান্য রোগ বিশেষজ্ঞরা।

হজ পালনে গিয়ে বিপুলসংখ্যক মানুষের ভিড়, বিভিন্ন আনুষ্ঠানিকতা, কায়িক পরিশ্রম ও পরিবেশগত কারণে নানা রকম স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হতে হয় ডায়াবেটিস আক্রান্ত রোগীদের। ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের অন্য সাধারণ রোগীর তুলনায় স্বাস্থ্যঝুঁকি কিছুটা বেশি থাকে। এর সঙ্গে হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, কিডনির জটিলতা, স্নায়ুতন্ত্রের সমস্যা, হাঁপানিসহ অন্যান্য দীর্ঘমেয়াদি রোগ থাকলে ঝুঁকি আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য অনুষ্ঠানে হজ পালনে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

অনুষ্ঠান শেষে ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সভাপতি আ হ ম তাইফুর আলমকে আপনজন সম্মাননা প্রদান করা হয় এবং এর আগে তাকে প্রতিষ্ঠানটির সভাপতি ঘোষণা করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page