নেকবর হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাফেজ ইখতিয়ার উদ্দিন নামের ছাত্রশিবিরের এক নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি।
চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মোজাম্মেল হক তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের মাস্টার কামাল উদ্দিনের ছোট ছেলে।
ইখতিয়ার উদ্দিন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার ছাত্রশিবিরের অর্থ সম্পাদক ছিলেন। একই প্রতিষ্ঠানে তিনি ফাজিল প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
ইখতিয়ারের পরিবার সূত্র জানায়, চৌদ্দগ্রাম উপজেলা সদরে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত তিন-চার দিন ধরে জ্বরে ভুগছিলেন ইখতিয়ার। পরে কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে পৌনে ৯টায় মারা যান তিনি।
চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মোজাম্মেল হক বলেন, ‘হাফেজ ইখতিয়ার উদ্দিন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার ছাত্র শিবিরের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে ছাত্রশিবির গভীরভাবে শোকাহত।’
আরো দেখুন:You cannot copy content of this page