কুমিল্লায় তিন দিনব্যাপী লিগ্যাল এইড মেলার উদ্বোধন

আলমগীর হোসেন।।
“বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে বুধবার ২৬ এপ্রিল কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে তিনদিন ব্যাপী লিগ্যাল এইড মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন।

সরকারি খরচে আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করে জেলা লিগ্যাল এইড কমিটি, কুমিল্লা।

এ সময় জেলা সিভিল সার্জন ডাক্তার নাছিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মোশারফ হোসেন, আইনজীবী সমিতির সভাপতি আহসান উল্লাহ খন্দকার, সাধারন সম্পাদক মোঃ আবু তাহের, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা, বিচারকসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ হেলাল উদ্দিন বলেন, সরকারি খরচে আইনি সেবা প্রাপ্তির বিদ্যাটি ইতোমধ্যে সমাজের সুবিধাবঞ্চিত, অসচ্ছল, দরিদ্র বিচারপ্রার্থী জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

তিনি আশা প্রকাশ করেন লিগ্যাল এইড মেলা সরকারি আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখবে।

উদ্বোধন শেষে সিনিয়র জেলা ও দায়রা জজসহ উপস্থিত অতিথিবৃন্দ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

মেলায় সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত প্রতিষ্ঠান হিসেবে কুমিল্লা জেলার সিভিল সার্জন অফিস, পুলিশ প্রশাসন, জেলা লিগ্যাল এইড অফিস, কেন্দ্রীয় কারাগার, লিগ্যাল এইড প্যানেল আইনজীবীবৃন্দ, ব্লাস্ট, এইড কুমিল্লা, ইয়াং উইমেন ক্রিস্টিয়ান অ্যাসোসিয়েশনসহ মোট ৮ টি প্রতিষ্ঠান অংশ নেয়।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ আদালত প্রাঙ্গণে উপস্থিত বিচারপ্রার্থী জনগনের মাঝে ভিডিও ও স্থিরচিত্র প্রদর্শন, লিফলেট বিতরণ ও সরাসরি তথ্য প্রদানের মাধ্যমে তাদের কার্যক্রম তুলে ধরেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

You cannot copy content of this page