নিউজ ডেস্ক।।
কুমিল্লার দেবিদ্বারে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার মধ্যরোতে উপজেলার বাগুর সিএনজিস্ট্যান্ডসংলগ্ন মেডিনোভা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে দেবিদ্বার উপজেলার বাগুর সিএনজিস্ট্যান্ড সংলগ্ন মেডিনোভা হাসপাতালের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিশা পরিবহণের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার টের পেয়ে মালিককে সংবাদ দেয়।
খবর পেয়ে উপজেলার ভানী ক্যাম্প ও থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।
এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া বলেন, বাসের একটি জানালা খোলা থাকায় ওই দিক দিয়ে দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে দেয়।
টের পেয়ে ড্রাইভার ও হেলপার আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আরো দেখুন:You cannot copy content of this page