কুমিল্লায় দুর্ঘটনায় প্রাণ গেল কাভার্ডভ্যান চালকের

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দিয়ে কাভার্ডভ্যান চালক বাহাদুর মিয়া (৩২) নিহত হয়েছেন। তিনি নোয়াখালীর সুবর্ণপুর উপজেলার চড়ভাঙ্গা গ্রামের মৃত মিরাজ মিয়ার ছেলে।

শুক্রবার (১৪ জুন) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এসএম লোকমান হোসাইন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকায় ঢাকামুখী কাভার্ডভ্যান সামনের চলন্ত অজ্ঞাত গাড়িকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক বাহাদুর মিয়া ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করেন।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক গিয়াস উদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও লাশ উদ্ধার করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

You cannot copy content of this page