০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বানাশুয়া বিরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপনের চলছে প্রস্তুতি বনানীর সিসা বারে যুবক খুন, কুমিল্লা থেকে প্রধান দুই আসামি গ্রেপ্তার কুমিল্লায় শ্রেণিকক্ষে ছুরি প্রদর্শনের ভিডিও ভাইরাল, ৪ শিক্ষার্থী বহিষ্কার কুবিতে মানবাধিকার সচেতনতা বৃদ্ধিতে তরুণদের ভূমিকা নিয়ে সেমিনার জামায়াতে ইসলামী বৈষম্য মুক্ত একটি সমাজ চায় -অধ্যাপক আব্দুল মতিন বিএনপি জনগণকে সাথে নিয়ে নির্বাচন করবে -ডাঃ গোলাম কাদের চৌধুরী কুমিল্লায় ব্যবসায়ী থেকে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার ইতালিতে পরিবারের সাথে পিকনিকে গিয়ে লেকে ডুবে বাংলাদেশি শিশুর মৃত্যু কুমিল্লায় র‍্যাব-১১ এর অভিযানে ৭৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার মুরাদনগরের আকুবপুর ইউপিতে প্রশাসকের দায়িত্বে পাভেল খান পাপ্পু

কুমিল্লায় দেশিয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার

  • তারিখ : ০৯:২৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • 5

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় দেশীয় অস্ত্রশস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে নগরীর টাউন হল মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

তাদের কাছ থেকে, ছুরি, কিরিচ, হাঁসুয়া, রামদাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. শরীফ (২০), মো. ফরহাদ হোসেন (২০), জসিম উদ্দিন (২০), মো. আকাশ (২০), মো. রবিউল (২১), মো. সবুজ আলী (২১), মো. বাবু সওদাগর (২১)। তারা সবাই ভাসমান। নগরীর বিভিন্ন এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে নগরী টাউন হল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্ত্রশস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। খবর পেয়ে কান্দিরপাড় ফাঁড়ি এবং কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এতে গ্যাং চক্রের ৭ সদস্য গ্রেফতার হলেও তাদের অনেকেই পালিয়ে যেতে সক্ষম হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোরে অস্ত্রের মহড়া দিতে কিশোর গ্যাং সদস্যরা টাউন হল মাঠে জড়ো হয়। মূলত অভ্যন্তরীণ আধিপত্য বিস্তার করতেই সেখানে অবস্থান নেয় তারা। আমরা সেখানে অভিযান চালিয়ে কিশোর গ্যাং চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করি। কিশোর গ্যাং প্রথা দমনে আমরা তৎপর আছি।

কুমিল্লায় দেশিয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার

তারিখ : ০৯:২৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় দেশীয় অস্ত্রশস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে নগরীর টাউন হল মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

তাদের কাছ থেকে, ছুরি, কিরিচ, হাঁসুয়া, রামদাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. শরীফ (২০), মো. ফরহাদ হোসেন (২০), জসিম উদ্দিন (২০), মো. আকাশ (২০), মো. রবিউল (২১), মো. সবুজ আলী (২১), মো. বাবু সওদাগর (২১)। তারা সবাই ভাসমান। নগরীর বিভিন্ন এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে নগরী টাউন হল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্ত্রশস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। খবর পেয়ে কান্দিরপাড় ফাঁড়ি এবং কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এতে গ্যাং চক্রের ৭ সদস্য গ্রেফতার হলেও তাদের অনেকেই পালিয়ে যেতে সক্ষম হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোরে অস্ত্রের মহড়া দিতে কিশোর গ্যাং সদস্যরা টাউন হল মাঠে জড়ো হয়। মূলত অভ্যন্তরীণ আধিপত্য বিস্তার করতেই সেখানে অবস্থান নেয় তারা। আমরা সেখানে অভিযান চালিয়ে কিশোর গ্যাং চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করি। কিশোর গ্যাং প্রথা দমনে আমরা তৎপর আছি।