কুমিল্লায় ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ, কৃষকের মুখে হাসি

নেকবর হোসেন।।
শ্রমিক সংকটের কারণে মাঠের পাকা ধান ঘরে তুলতে সমস্যায় পড়া কৃষকদের পাশে দাঁড়িয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এরই মধ্যে বেশ কয়েকজন কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগ পাকা ধান কেটে ঘরে পৌঁছে দেওয়ায় এরই মধ্যে হাসি ফুটেছে বেশ কয়েকজন কৃষককের মুখে।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন মোল্লার নেতৃত্বে কৃষকদের ধান কেটে দিচ্ছেন জেলা ছাত্রলীগ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও।

মঙ্গলবার (২ মে) জেলার বরুড়া উপজেলার শিলমুড়ী দক্ষিণ ও উত্তর ইউনিয়নের আকুশা এবং আমড়াতি গ্রামের বেশ কয়েকজন কৃষকের ধান কেটেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। সোমবারও এসব এলাকায় ধান কেটেছেন তাঁরা।

বরুড়া উপজেলার শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের আকুশা গ্রামের কৃষক রেজাউল হক বলেন, ধান কাটা শ্রমিকদের মজুরি অন্যান্য বছরের তুলনায় এবার অনেকটাই বেশি। এছাড়া রয়েছে এলাকার বাইরে থেকে আসা শ্রমিক সংকট। ঝড়বৃষ্টির শঙ্কায় জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। এমন সময়ে আমার পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। আমি তাদেরকে ধন্যবাদ জানাই।

খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা দণি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো.ইসমাইল হোসেন মোল্লার নেতৃত্বে সোমবার ও মঙ্গলবার সকাল ১০টা বিকেলে পর্যন্ত ৫০ জনেরও বেশি ছাত্রলীগ নেতাকর্মীদের সহযোগিতায় এ ধান কাটা কর্মসূচি চলে। আগামী কয়েকদিন এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন মোল্লা বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় চলতি বোরো মৌসুমে খেত থেকে ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে নেতাকর্মীসহ তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এরই মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বারিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে। এ ঘোষণা শুনেই কুমিল্লায় কৃষকের ধানকাটা শুরু করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের আহ্বান অনুযায়ী জেলার প্রত্যন্ত অঞ্চলে শ্রমিক সংকটের কারণে পাকাধান কেটে কৃষকের ঘুরে তুলে দেওয়া হচ্ছে। সারা দেশের ন্যায় আমরাও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছি। চাহিদা অনুযায়ী কৃষকদের সকল সহযোগিতা করা হচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ দেশের যেকোনো দুর্যোগ, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামীতেও আমরা সাধারণ মানুষের পাশে থাকবো।

কৃষক বজলুর রহমান বলেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা আমার জমির ধানগুলো কেটে দিয়েছেন। তাদের এমন কাজে আমি ভীষণ খুশি। মাননীয় প্রধানমন্ত্রীসহ ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা জানাই।

ধানকাটা দলে অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সদস্য তারেকুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা, সুদীপ্ত, ফয়সাল হাসান, জিহান, রুবেল হোসেন, পাভেল হোসেন, সালমান হোসেন, রাজীবসহ অর্ধশত নেতাকর্মী।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page