০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতস্থ চৌদ্দগ্রাম বিএনপির নেতাকর্মীদের সাথে কামরুল হুদার মতবিনিময় পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্কমুক্ত হবে দেশ: ডা. তাহের ব্রাহ্মণপাড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধণা ‎ব্রাহ্মণপাড়ায় বডিফিটিং গাঁজা পাচারকালে গাঁজাসহ বাবা-ছেলে আটক মুরাদনগরে বিস্ফোরক মামলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকার চাপায় মা-শিশুর মর্মান্তিক মৃত্যু আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি- সুমনা, সাধারণ সম্পাদক- আকাইদ বানাশুয়া বিরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপনের চলছে প্রস্তুতি বনানীর সিসা বারে যুবক খুন, কুমিল্লা থেকে প্রধান দুই আসামি গ্রেপ্তার কুমিল্লায় শ্রেণিকক্ষে ছুরি প্রদর্শনের ভিডিও ভাইরাল, ৪ শিক্ষার্থী বহিষ্কার

কু‌মিল্লায় নকল চিপস ফ্যাক্ট‌রিতে অ‌ভিযান; ১ লক্ষ টাকা জ‌রিমানা

  • তারিখ : ১০:১৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • 4

আলমগীর হোসেন।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকায় মেসার্স র‌বি ফুড প্রোডাক্টস না‌মের এক‌টি প্রতিষ্ঠানকে নকল পন্য উৎপাদনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৪ মে) এ অভিযান যৌথ উদ্যেগে পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা এবং বিএসটিআই কুমিল্লা।

বিএসটিআই কুমিল্লা’র উপ-পরিচালক ও অফিস প্রধান কে এম হানিফ জানান, মেসার্স র‌বি ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটি, বিএস‌টিআই থে‌কে তিন‌টি প‌ণ্যের লাই‌সেন্স নি‌য়ে প্রসিদ্ধ ব্রা‌ন্ডের আরও ৮টি পণ‌্য নকল ক‌রে মোড়কজাত ক‌রে বিক্রি কর‌ছে। নকল মোড়কজাতকৃত প‌ণ্যের ম‌ধ্যে হুবহু ব‌ম্বের সুইটস কোম্পা‌নির ম‌তো রিং চিপস, প‌টে‌টো চিপস ও লেইজার চিপস। একই সা‌থে প্রা‌ণ কোম্পা‌নির জি‌রোস চিপ‌সের আদ‌লে জোরস চিপস নাম দি‌য়ে ভোক্তা‌দের সা‌থে প্রতারণা কর‌ছে। ফ‌লে মিথ‌্যা বিজ্ঞাপন দি‌য়ে ভোক্তা‌দের সা‌থে প্রতারণা করায় ১ লক্ষ টাকা জ‌রিমানা করা হয় এবং নকল চিপ‌সের মোড়‌কের ৫‌টি রিল জব্দ ক‌রে পু‌ঁড়ি‌য়ে ধ্বংস করা হয়।

এছাড়াও জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ তদার‌কি অ‌ভিযা‌নে বিএসটিআই এর প‌রিদর্শক (‌মে‌ট্রোল‌জি) হা‌ফিজুর রহমান, জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ইসরাইল হো‌সেন এবং জেলা পু‌লিশের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

কু‌মিল্লায় নকল চিপস ফ্যাক্ট‌রিতে অ‌ভিযান; ১ লক্ষ টাকা জ‌রিমানা

তারিখ : ১০:১৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪

আলমগীর হোসেন।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকায় মেসার্স র‌বি ফুড প্রোডাক্টস না‌মের এক‌টি প্রতিষ্ঠানকে নকল পন্য উৎপাদনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৪ মে) এ অভিযান যৌথ উদ্যেগে পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা এবং বিএসটিআই কুমিল্লা।

বিএসটিআই কুমিল্লা’র উপ-পরিচালক ও অফিস প্রধান কে এম হানিফ জানান, মেসার্স র‌বি ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটি, বিএস‌টিআই থে‌কে তিন‌টি প‌ণ্যের লাই‌সেন্স নি‌য়ে প্রসিদ্ধ ব্রা‌ন্ডের আরও ৮টি পণ‌্য নকল ক‌রে মোড়কজাত ক‌রে বিক্রি কর‌ছে। নকল মোড়কজাতকৃত প‌ণ্যের ম‌ধ্যে হুবহু ব‌ম্বের সুইটস কোম্পা‌নির ম‌তো রিং চিপস, প‌টে‌টো চিপস ও লেইজার চিপস। একই সা‌থে প্রা‌ণ কোম্পা‌নির জি‌রোস চিপ‌সের আদ‌লে জোরস চিপস নাম দি‌য়ে ভোক্তা‌দের সা‌থে প্রতারণা কর‌ছে। ফ‌লে মিথ‌্যা বিজ্ঞাপন দি‌য়ে ভোক্তা‌দের সা‌থে প্রতারণা করায় ১ লক্ষ টাকা জ‌রিমানা করা হয় এবং নকল চিপ‌সের মোড়‌কের ৫‌টি রিল জব্দ ক‌রে পু‌ঁড়ি‌য়ে ধ্বংস করা হয়।

এছাড়াও জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ তদার‌কি অ‌ভিযা‌নে বিএসটিআই এর প‌রিদর্শক (‌মে‌ট্রোল‌জি) হা‌ফিজুর রহমান, জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ইসরাইল হো‌সেন এবং জেলা পু‌লিশের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।