কুমিল্লায় নিখোঁজের ৬ দিন পর পুকুরে ভাসছিল শিশুর মরদেহ

হোমনা প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় নিখোঁজের ৬ দিন পর আবরার ফাহাদ (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের পেছনের পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটি উপজেলার জগন্নাতকান্দি মাথাঙ্গা গ্রামের মো. আল আমিনের ছেলে।

শিশুটির বাবা আল আমিন বলেন, ‘গত ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় আমি ও আমার স্ত্রী খাদিজা জমি রেজিস্ট্রেশন করতে আমাদের ছেলে আবরার ফাহাদকে নিয়ে সাব রেজিস্ট্রি অফিসে যাই। এর কিছুক্ষণ পরই আমাদের চোখ ফাঁকি দিয়ে আবরার কোথায় যেন হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করলেও কোথাও তার সন্ধান পাই নাই। আজ পুকুর থেকে শিশুর লাশ উদ্ধারের কথা শুনে থানায় এসে আমার ছেলের লাশ শনাক্ত করি।’

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন জানান, লাশের গাঁয়ে কোনো আঘাতের ক্ষত নেই। কোনো অভিযোগ না থাকায় দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page