০৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রেতাকে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু জব্দ কুমিল্লা স্টেডিয়াম এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার আ’লীগের হামলায় আহত মহিলাদল নেত্রীকে দেখতে কুমিল্লায় সাবেক মন্ত্রী কায়কোবাদ খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে -সফিকুর রহমান বুড়িচংয়ে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু তাহের গ্রেপ্তার বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ইটভাটা উচ্ছেদ জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন

কুমিল্লায় নৌকার পক্ষে প্রচারণা: যুগ্ম সচিবকে ইসির শোকজ

  • তারিখ : ০৮:০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • 50

নিউজ ডেস্ক।।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুজিবুল হকের পক্ষে প্রচারে অংশ নেওয়ায় যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে শোকজ করেছে নির্বাচন কমিশন।

২৭ ডিসেম্বর পাঠানো ওই আসনের দায়িত্বে থাকা নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ সাইফুর রহমান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই শোকজ করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, কুমিল্লা-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান আপনার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। আপনি সরকারের একজন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা হয়েও বিগত ২৪ ডিসেম্বর মুন্সিরহাট ইউনিয়ন আওয়ামী লীগ এবং ২৫ ডিসেম্বর জগন্নাথদীঘি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকাশ্যে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে বক্তব্য দেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চৌদ্দগ্রামের মো. মুজিবুল হকের নির্বাচনী প্রচারে নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করেছেন। এ অবস্থায় ওই কার্যাবলির মাধ্যমে আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন করেছেন মর্মে প্রতীয়মান হয়।

উপরিউক্ত নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নির্বাচন কমিশন বরাবর সুপারিশ করা হবে না। আগামী ১ জানুয়ারি সশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা দিতে আপনাকে নির্দেশ দেওয়া হলো।

এ বিষয়ে জানতে চাইলে যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার বলেন, ‘আমি কোনো প্রার্থীর পক্ষে প্রচারে অংশগ্রহণ করি নাই। পায়েরখোলা আমার নিজ গ্রামের বাড়ি। সেদিন আমি বাড়িতে থাকার সুবাদে সেখানে মুজিবুল হকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সৌজন্যবোধ হিসেবে তিনি আমাকে পাশের চেয়ারে বসিয়েছেন।

error: Content is protected !!

কুমিল্লায় নৌকার পক্ষে প্রচারণা: যুগ্ম সচিবকে ইসির শোকজ

তারিখ : ০৮:০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

নিউজ ডেস্ক।।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুজিবুল হকের পক্ষে প্রচারে অংশ নেওয়ায় যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে শোকজ করেছে নির্বাচন কমিশন।

২৭ ডিসেম্বর পাঠানো ওই আসনের দায়িত্বে থাকা নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ সাইফুর রহমান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই শোকজ করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, কুমিল্লা-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান আপনার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। আপনি সরকারের একজন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা হয়েও বিগত ২৪ ডিসেম্বর মুন্সিরহাট ইউনিয়ন আওয়ামী লীগ এবং ২৫ ডিসেম্বর জগন্নাথদীঘি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকাশ্যে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে বক্তব্য দেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চৌদ্দগ্রামের মো. মুজিবুল হকের নির্বাচনী প্রচারে নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করেছেন। এ অবস্থায় ওই কার্যাবলির মাধ্যমে আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন করেছেন মর্মে প্রতীয়মান হয়।

উপরিউক্ত নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নির্বাচন কমিশন বরাবর সুপারিশ করা হবে না। আগামী ১ জানুয়ারি সশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা দিতে আপনাকে নির্দেশ দেওয়া হলো।

এ বিষয়ে জানতে চাইলে যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার বলেন, ‘আমি কোনো প্রার্থীর পক্ষে প্রচারে অংশগ্রহণ করি নাই। পায়েরখোলা আমার নিজ গ্রামের বাড়ি। সেদিন আমি বাড়িতে থাকার সুবাদে সেখানে মুজিবুল হকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সৌজন্যবোধ হিসেবে তিনি আমাকে পাশের চেয়ারে বসিয়েছেন।