নাঙ্গলকোট প্রতিনিধি।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় খেলার সময় পুকুরে ডুবে প্রাণ গেছে দুই শিশুর। তারা সম্পর্কে চাচাতো বোন। সোমবার দুপুরে উপজেলার মৌকারা ইউনিয়নের পরকরা গ্রামের হাজিবাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলেন ওই বাড়ির মিজানুর রহমানের মেয়ে নাবিলা আক্তার (৬) ও মিজানুরের ভাই প্রবাসী মাঈন উদ্দিনের মেয়ে মুনতাহা আক্তার (৭)।
স্থানীয় ব্যক্তিরা বলেন, বেলা ১১টা থেকে একসঙ্গে দুই শিশু বাড়ির আঙিনায় খেলা করছিল। কিছুক্ষণ পর থেকেই তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করেন। পুরো গ্রামেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর স্থানীয় লোকজন ও স্বজনেরা বাড়িসংলগ্ন পুকুরে নেমে জাল ফেলেন। কিছুক্ষণ পর দুজনের মরদেহ ভেসে ওঠে। এক পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জেনেছেন। ওই দুই শিশুর পরিবার বিষয়টি নিয়ে কোনো অভিযোগ করেনি।
নাবিলার বাবা মিজানুর রহমান বলেন, ‘সোমবার সকাল ১০টার দিকে আমার সঙ্গে নাশতা করেছিল নাবিলা। ঘণ্টাখানেক পর আমার ভাইয়ের মেয়ে মুনতাহার সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর থেকে দুজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খুঁজে তাদের না পেয়ে একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে জাল ফেললে প্রথমে নাবিলার মরদেহ ভেসে ওঠে। পরে মুনতাহার মরদেহ ভেসে ওঠে।’
আরো দেখুন:You cannot copy content of this page