কুমিল্লায় পুলিশের হাতে কেন্দ্রীয় ছাত্রলীগের আপ্যায়ন সম্পাদক মহসিন গ্রেফতার

জহিরুল হক বাবু।।
কুমিল্লায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টায় নগরীর ইপিজেড গেট এলাকা থেকে তাকে আটক করে কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশ।

গনমাধ্যমে নিশ্চিত করেছেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

আটক ছাত্রলীগ নেতা মহসিন আলম খাঁন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও চৌদ্দগ্রামের চুন্নু মিয়ার ছেলে।

ওসি মহিনুল ইসলাম বলেন, মহসিন আলমকে পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হবে।

প্রসঙ্গত, গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। একইসঙ্গে এই ছাত্রসংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page