আক্কাস আল মাহমুদ হৃদয়।।
কুমিল্লার বুড়িচংয়ে গোমতীর চরের অবৈধ মাটিবাহী ড্রাম ট্রাকের চাপায় মেহেদী হাসান শাওন (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। অপরদিকে কামারখাড়া গোমতীর চরে ট্রাক উল্টে চাপাপড়ে আলাউদ্দিন (৩১) নামে চালক নিহত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে ও শুক্রবার সকালে পৃথক দুটি ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার সময় মেহেদী হাসান শাওন ক্যান্টনমেন্ট এলাকা থেকে বুড়িচং নিজ বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেলে ফেরার পথে কুমিল্লা- বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কে পালপাড়া চৌরাস্তা মোড়ে এসে মোটরসাইকেল থামিয়ে তেল কেনার সময় পিছন থেকে একটি বেপোরোয়া ড্রাম টাকা চাপা দিয়ে চালক পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে আহত মেহেদী হাসান শাওনকে উদ্ধার করে নাইটগার্ড মাসুদ ও স্থানীয়রা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাওনের নানা মোমিনুল ইসলাম জানায়, আড়াইওরা গ্রামের মৃত. মোসলেম মিয়ার ছেলে আমজাদ প্রকাশ আনজুর অবৈধ মাটিবাহী ড্রাম ট্রাক শাওনের মোটরসাইকেলে চাপা দিয়ে মেরে ফেলে।
এছাড়াও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য তোফায়েল আহমেদ ও আলমগীর ঠিকাদার বলেন,মেহেদী হাসান শাওন বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ইছাপুরা আখন্দ বাড়ির ফজলু মিয়ার ছেলে। সে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী ও কাতার প্রবাস ফেরত ছিলেন।
অপর দিকে শুক্রবার সকাল ৭টার দিকে একই উপজেলার কামারখাড়া গোমতীর চরে বেপোরোয়া গতি মাটিবাহী ট্রাক্টর উল্টে চাপাপড়ে চালক আলাউদ্দিন (৩১) নামের এক চালক ঘটনাস্থলে নিহত হয়েছে।
নিহত চালকের ষোলনল গ্রামের আবুল কাশেমের ছেলে। স্থানীয় একাদিক লোকজন জানায়, নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।
স্থানীয়রা জানায়, মাটি বহনকারী অনুমোদনহীন ট্রাক্টর এবং লাইসেন্সবিহীন ড্রাইভারদের বেপরোয়া গতিতে চালানো গাড়িতে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। প্রতিটি গ্রামে এ সকল গাড়ি দিনরাত দাপিয়ে বেড়াচ্ছে।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত ওসি আজিজুল হক জানায়, মৃত্যুর খবর শুনেছি এবং জেনেছি পালপাড়া এলাকায় দূর্ঘটনাটি ঘটেছে। দূর্ঘটনার স্থানটি বুড়িচং থানার অধীনে না। ঘটনার তদন্ত করবে কুমিল্লা কোতায়ালি মডেল থানার পুলিশ।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে হাসপাতালে লাশ নিয়েছে কিন্তু পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত করতে দেয়নি। নিহত পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরো দেখুন:You cannot copy content of this page