০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবির চৌদ্দগ্রাম অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ঘোলপাশা ইউনিয়ন শ্রমিকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মুরাদনগরে মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন বুড়িচংয়ে ২০০৩ থেকে ২০১৪ সালের পুরাতন দলিল ধ্বংসে গণবিজ্ঞপ্তি জারি কুমিল্লার দেবীদ্বারে বিনামূল্যে বিড়ালকে জলাতঙ্ক টিকা প্রদান দেশবরেণ্য বাউল শিল্পী কুমিল্লার ফজলুর রহমান বাবুল আর নেই নানা আয়োজনে কুমিল্লায় কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ১৩ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ ৩ জন নিহত, আহত ২

  • তারিখ : ০৬:০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • 160

জহিরুল হক বাবু।।
কুমিল্লার পৃথক তিনটি স্থানে বাস ও ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত এবং আরও ২ জন আহত হয়েছেন। বুধবার (২ জুলাই) দুপুরে চান্দিনা, দাউদকান্দি ও লালমাইয়ে এসব দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেবিদ্বারের ছবিনগর গ্রামের বাসিন্দা মো. আবুল হাসেম ভূঁইয়া (৬০) মাধাইয়া বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় কুমিল্লাগামী ‘রূপালি সুপার সার্ভিস’ নামে একটি দ্রুতগামী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসটি জব্দ করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একইদিন দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালীখিল এলাকায় ঘটে দ্বিতীয় দুর্ঘটনাটি। কুড়িগ্রাম জেলার মো. বেল্লাল (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীকে ঢাকাগামী ‘তিশা পরিবহন’-এর একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং তার সাথে থাকা অপর একজন গুরুতর আহত হন।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. রাশেদ খান চৌধুরী বলেন, “বাসটি আটক করা হয়েছে এবং আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

তৃতীয় দুর্ঘটনাটি ঘটে লালমাই উপজেলা ফয়েজগঞ্জ বাজারে। চলন্ত একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নাজমুল নামে এক যুবক মারা যান। তিনি জগৎপুর গ্রামের বাসিন্দা। তার সঙ্গে থাকা সিয়াম নামের অপর আরোহী (গ্রাম: জয়নগর) আহত অবস্থায় বর্তমানে কুমিল্লা পিপলস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

error: Content is protected !!

কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ ৩ জন নিহত, আহত ২

তারিখ : ০৬:০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লার পৃথক তিনটি স্থানে বাস ও ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত এবং আরও ২ জন আহত হয়েছেন। বুধবার (২ জুলাই) দুপুরে চান্দিনা, দাউদকান্দি ও লালমাইয়ে এসব দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেবিদ্বারের ছবিনগর গ্রামের বাসিন্দা মো. আবুল হাসেম ভূঁইয়া (৬০) মাধাইয়া বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় কুমিল্লাগামী ‘রূপালি সুপার সার্ভিস’ নামে একটি দ্রুতগামী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসটি জব্দ করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একইদিন দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালীখিল এলাকায় ঘটে দ্বিতীয় দুর্ঘটনাটি। কুড়িগ্রাম জেলার মো. বেল্লাল (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীকে ঢাকাগামী ‘তিশা পরিবহন’-এর একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং তার সাথে থাকা অপর একজন গুরুতর আহত হন।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. রাশেদ খান চৌধুরী বলেন, “বাসটি আটক করা হয়েছে এবং আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

তৃতীয় দুর্ঘটনাটি ঘটে লালমাই উপজেলা ফয়েজগঞ্জ বাজারে। চলন্ত একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নাজমুল নামে এক যুবক মারা যান। তিনি জগৎপুর গ্রামের বাসিন্দা। তার সঙ্গে থাকা সিয়াম নামের অপর আরোহী (গ্রাম: জয়নগর) আহত অবস্থায় বর্তমানে কুমিল্লা পিপলস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।