কুমিল্লায় প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ আয়োজন ‘বাংলাদেশ প্রতিদিন মাটি ও মানুষের কথা বলে’

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ আয়োজন করা হয়। এ উপলক্ষে বুধবার কুমিল্লা নগরীর নজরুল ইন্সস্টিটিউট কেন্দ্রের মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এএফ এম আবদুল মঈন।

বক্তারা বলেন, ১৩বছর টানা বাংলাদেশ প্রতিদিন তার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। এর মূল রহস্য হচ্ছে তারা কম কথায় বেশি খবর দেয়। মাটি ও মানুষের কথা বলে। বক্তারা আরো বেশি মানুষের কথা প্রচারের আহবান জানান। এছাড়া পত্রিকার সম্পাদক কুমিল্লার কৃতী সন্তান নঈম নিজামকেও তারা এই শুভদিনে শুভেচ্ছা জানান।

বিশেষ অতিথি ছিলেন ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক কৃষিবিদ মো. মিজানুর রহমান, পরমাণু কৃষি গবেষণা ইন্সস্টিটিউট কুমিল্লা উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ঊর্ধ্বতন রৈজ্ঞানিক কর্মকর্তা ড. আশিকুর রহমান, সিসিএন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ড. তারিকুল ইসলাম চৌধুরী, ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, ছড়াকার জহিরুল হক দুলাল, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবীর মাসউদ, ভিক্টোরিয়া কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দীন, শিক্ষক মাছুম মিল্লাত মজুমদার ও জোবায়দা নূর খান, ব্যবসায়ী নেতা শাহ মোহাম্মদ আলমগীর খান, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক, ভোরের সূর্যোদয়ের সম্পাদক এম.ফিরোজ মিয়া, পরিবেশ সংগঠক মতিন সৈকত, লেখক মোতাহার হোসেন মাহবুব।

শুভেচ্ছা জানান প্রথম আলোর স্টাফ রিপোর্টার গাজীউল হক সোহাগ, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার এমদাদুল হক, সেকশন অফিসার নুর মোহাম্মদ জিসান, সিসিএন শিক্ষা পরিবারের কর্মকর্তা ইফতেখারুল ইসলাম চৌধুরী সিয়াম, মাছরাঙা টিভির কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, এখন টিভির ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, আলোচিত্রী এন.কে রিপন, দৈনিক বাংলার কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, কালেরকণ্ঠের কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, সাংবাদিক জহিরুল হক বাবু, মারুফ কল্প, ঢাকা ট্রিবিউনের কুমিল্লা প্রতিনিধি মহসীন কবির, বিজনেস স্ট্যান্ডার্ডের কুমিল্লা করেসপন্ডেন্ট তৈয়বুর রহমান সোহেল, সংবাদপত্র পরিবেশক আলমগীর হোসেন, সাংবাদিক কামরুল হাসান, মহিউদ্দিন আকাশ, আলোকচিত্রী ইলিয়াছ হোসাইন, মোহাম্মদ শরীফ, তৌহিদ সরকার, বাংলা ট্রিবিউনের কুমিল্লা প্রতিনিধি আবদুল্লাহ আল মারুফ ও খোশবাস বার্তার সম্পাদক মো. ইউনুসসহ আরো অনেকে।

অনুষ্ঠানে আগত শিশুদের মাঝে চকলেট ও বেলুন বিতরণ করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page