০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়া যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কুমিল্লার লাভলী আক্তারকে সম্মাননা স্মারক প্রদান কক্সবাজারের আনন্দযাত্রা সড়কেই শেষ, কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা বাঁচতে চায় মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন উত্তর স্বেচ্ছাসেবক দলের ৪নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি সভা

কুমিল্লায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ; দুই বিদ্যালয়ের চার শিক্ষার্থী আহত

  • তারিখ : ১০:১৪:১১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • 888

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫-এর উপজেলা পর্যায়ের আন্তঃস্কুল ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে দুই বিদ্যালয়ের চার শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার দুলালপুর এসএমএন উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল থেকে উপজেলার চারটি ভেন্যুতে শুরু হয় প্রতিযোগিতার আন্তঃস্কুল ফুটবল খেলা। এর মধ্যে দুলালপুর ইউনিয়নের দুলালপুর এসএমএন্ডকে উচ্চ বিদ্যালয় মাঠে গোপালনগর বক্স আলী ভূইয়া উচ্চ বিদ্যালয় ও বেজুরা উচ্চ বিদ্যালয়ের মধ্যে খেলা চলছিল।

খেলার একপর্যায়ে দুই দলের খেলোয়াড়ের মধ্যে বাকবিতণ্ডা হলে সমর্থকেরা মাঠে প্রবেশ করে। এসময় বহিরাগতদের হামলায় গোপালনগর বক্স আলী ভূইয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সাজিদ (১৩), দশম শ্রেণির শিক্ষার্থী ইসমাইল (১৭) ও আনিস (১৫), এবং বেজুরা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী বাছির (১৩) আহত হন।

আহত শিক্ষার্থীদের শিক্ষকরা দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাড়ি পাঠানো হয়।

বেজুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন বলেন, খেলার সময় দুই খেলোয়াড়ের মধ্যে বাকবিতণ্ডা হলে বহিরাগত কিছু লোকজন আমাদের খেলোয়াড়দের ওপর হামলা চালায়। এতে আমাদের একজন শিক্ষার্থী আহত হয়।

গোপালনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম বলেন, খেলা চলাকালে খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে বহিরাগতরা আমাদের তিনজন শিক্ষার্থীর ওপর হামলা চালায়।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন আক্তার জানান, আহত শিক্ষার্থীদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের খোঁজ নেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

error: Content is protected !!

কুমিল্লায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ; দুই বিদ্যালয়ের চার শিক্ষার্থী আহত

তারিখ : ১০:১৪:১১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫-এর উপজেলা পর্যায়ের আন্তঃস্কুল ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে দুই বিদ্যালয়ের চার শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার দুলালপুর এসএমএন উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল থেকে উপজেলার চারটি ভেন্যুতে শুরু হয় প্রতিযোগিতার আন্তঃস্কুল ফুটবল খেলা। এর মধ্যে দুলালপুর ইউনিয়নের দুলালপুর এসএমএন্ডকে উচ্চ বিদ্যালয় মাঠে গোপালনগর বক্স আলী ভূইয়া উচ্চ বিদ্যালয় ও বেজুরা উচ্চ বিদ্যালয়ের মধ্যে খেলা চলছিল।

খেলার একপর্যায়ে দুই দলের খেলোয়াড়ের মধ্যে বাকবিতণ্ডা হলে সমর্থকেরা মাঠে প্রবেশ করে। এসময় বহিরাগতদের হামলায় গোপালনগর বক্স আলী ভূইয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সাজিদ (১৩), দশম শ্রেণির শিক্ষার্থী ইসমাইল (১৭) ও আনিস (১৫), এবং বেজুরা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী বাছির (১৩) আহত হন।

আহত শিক্ষার্থীদের শিক্ষকরা দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাড়ি পাঠানো হয়।

বেজুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন বলেন, খেলার সময় দুই খেলোয়াড়ের মধ্যে বাকবিতণ্ডা হলে বহিরাগত কিছু লোকজন আমাদের খেলোয়াড়দের ওপর হামলা চালায়। এতে আমাদের একজন শিক্ষার্থী আহত হয়।

গোপালনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম বলেন, খেলা চলাকালে খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে বহিরাগতরা আমাদের তিনজন শিক্ষার্থীর ওপর হামলা চালায়।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন আক্তার জানান, আহত শিক্ষার্থীদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের খোঁজ নেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।