কুমিল্লায় বজ্রপাতে আরও এক শিশুর মৃত্যু; এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা দেবিদ্বারে নানার সাথে মাঠে ধান কাটা দেখে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মিম আক্তার নামে চতুর্থ শ্রেনির শিক্ষার্থী নিহত হয়েছে।

নিহত মিম আক্তার (১০) উপজেলার সাহার পাড় গ্রামের ইমন মিয়ার মেয়ে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করে বলেন, কোটকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনির শিক্ষার্থী মিম আক্তার দুপুরে নানার সাথে মাঠে ধান কাটা দেখে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হয়েছে।

এ নিয়ে কুমিল্লায় বজ্রপাতে তিন শিশুসহ ৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বরুড়া উপজেলায় মাঠে ঘুড়ি ওড়ানোর সময় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া দুই শিশু, মুরাদনগর উপজেলায় বজ্রপাতে দুই কৃষক, এবং দেবিদ্বারে জমিতে ধান কাটা দেখতে গিয়ে এক মেয়ে শিশু নিহত হয়েছে।

জানা যায়, কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগাছা গ্রামে সোমবার দুপুরে বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহতরা উভয়েই বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পয়ালগচ্ছ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান বিপ্লব।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হালকা মেঘ থাকা সত্ত্বেও শিশুরা মাঠে ঘুড়ি উড়াতে ব্যস্ত ছিল। হঠাৎ বজ্রপাত হলে দুই ছাত্র মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। নিহত কিশোর দুজন হলেন পয়ালগচ্ছ গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন(১৩) এবং আব্দুল বারেক মিয়ার নাতিন সায়মন হোসেন (১৩)।

অপরদিকে কুমিল্লার মুরাদনগরে জমি থেকে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশের মাঠে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর গ্রামের মৃত বীরচরন দেবনাথের ছেলে নিখিল দেবনাথ (৬৪) ও আন্দিকুট ইউনিয়নের দেওড়া গ্রামের জসীম উদ্দীন ভুইয়ার ছেলে জুয়েল ভুঁইয়া (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নিখিল দেবনাথ ও জুয়েল ভূঁইয়া কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশের মাঠে পাশাপাশি জমিতে ধান কাটার সময় বজ্রপাতের শিকার হয়। পরে তাদেরকে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে দেখে তারা ঘটনাস্থলেই মারা গেছেন। বর্তমানে দুজনের মরদেহ নিজ নিজ বাড়িতে আছে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মুঠোফোনে তারা ঘটনাটি জানতে পারেন। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page