কুমিল্লায় বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে আপন ভাই বোনের মৃত্যু

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দেবিদ্বারে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুরা এলাকার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নিহত একজনের নাম জুনায়েদ (১২) অপরজনের নাম ফাহিমা আক্তার (৯)। নিহতরা ওই ইউনিয়নের হোসেনপুর গ্রামের জাহাঙ্গীর আলমের সন্তান। তারা দু’জনেই ছগুরা এবতেদায়ি মাদ্রাসায় পড়তো।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীর আলম সিএনজিচালিত অটোরিকশায় করে তার দুই সন্তানকে নিয়ে ছগুরা আবাসিক মাদ্রাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। মাদ্রাসার অদূরেই কুমিল্লাগামী সুগন্ধা পরিবহনের বাসের সঙ্গে তাদের বহন করা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু শিক্ষার্থী জুনায়েদ এবং ফাহিমা নিহত হয়। এ সময় নিহতদের বাবাসহ আরও তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ সময় উত্তেজিত জনতা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওনের এসপি খাইরুল আলম বলেন, সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটিকে উদ্ধার করে। তবে চালকরা পালিয়ে গেছেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page