কুমিল্লায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলার জামতলা ভারতীয় সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে বাংলাদেশী এক ব্যক্তি নিহত হয়েছে।

রবিবার সকাল ৮ টায় ৬৬ নং পিলার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৫০) পিতার নাম চারু মিয়া, তার বাড়ি একই উপজেলার মিরপুর গ্রামে।

স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম জানান, রবিবার সকাল আটটায় স্থানীয়রা জামতলা উত্তরপাড়া সীমান্ত এলাকায় গুলির শব্দ শুনতে পান।

তিনি স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, ভারত থেকে চিনি আনতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছে।

পরে স্থানীয় শংকুচাইল ক্যাম্পের বিজিবি সদস্যদের সাথে নিয়ে সীমান্ত এলাকায় যান।

তিনি আরও জানান, এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফ এর সাথে আনুষ্ঠানিক ভাবে যোগাযোগের চেষ্টা চলছে। যোগাযোগ সম্পন্ন হলে মরদেহ আনার ব্যবস্থা করা হবে।

৬০ বিজিবি’র অধিনায়ক এএম জাবের বিন জব্বার জানান, সকালে আনোয়ার হোসেন ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে।

এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এমন সংবাদ স্থানীয়দের মাধ্যমে বিজিবি শুনেছে।

এ বিষয়টি নিয়ে বিএসএফ এর সাথে যোগাযোগ করা হলে বিএসএফ ঘটনার বিষয়টি অস্বীকার করেছে। যে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত হয়েছে। তবে তারা বিষয়টি খতিয়ে দেখছে।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করে বাংলাদেশী হলে নিহতের লাশ বাংলাদেশে ফেরত পাঠাবে বলে জানিয়েছে। বিএসএফের আলোচনা চলমান রয়েছে।

বিজিবি অধিনায়ক আরো জানান-স্থানীয়দের বরাতে বিজিবি জানতে পেরেছেন নিহত আনোয়ার ভারত থেকে চোরাইপথে আনা চিনি বহনকারী শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

You cannot copy content of this page