০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল কুদ্দুস গ্রেপ্তার, কারাগারে প্রেরণ উসমান হাদির হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন শুরু কাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র পরামর্শক ড. নাহিদা বেগম সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ু মিছিল কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লায় পরম্পরায়-এর তৃতীয় বর্ষপূর্তি পালিত বুড়িচংয়ে গ্যাস সিলিন্ডার দোকানে অভিযান; জরিমানা আদায় কুমিল্লার মেঘনায় অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি; ১০ হাজার টাকা জরিমানা চৌদ্দগ্রামে আদালতের রায় উপেক্ষা করে জমির মাটি কাটার অভিযোগ

কুমিল্লায় বিজিবির অভিযানে ৪৭ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক

  • তারিখ : ০৯:০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • 73

জহিরুল হক বাব।।
কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ৪৭ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় চোরাচালানী শাড়ি আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

সোমবার (৭ জুলাই) ভোরে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির আওতাধীন কটকবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ভোর ৫টা ৩০ মিনিটে কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সীমান্ত শূন্য রেখা থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে চাঁনপুর নামক স্থান থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাসহ মোট ৪৫৫ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়িগুলোর বাজারমূল্য প্রায় ৪৭ লাখ ৯০ হাজার টাকা।

বিজিবি জানায়, জব্দকৃত এসব চোরাচালানী পণ্য যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস বিভাগে হস্তান্তর করা হবে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকার নিরাপত্তা বিধান ও চোরাচালান দমনে বিজিবির নিয়মিত তৎপরতা অব্যাহত রয়েছে। তারা দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধ ও মাদক চোরাচালান দমনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

error: Content is protected !!

কুমিল্লায় বিজিবির অভিযানে ৪৭ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক

তারিখ : ০৯:০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

জহিরুল হক বাব।।
কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ৪৭ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় চোরাচালানী শাড়ি আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

সোমবার (৭ জুলাই) ভোরে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির আওতাধীন কটকবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ভোর ৫টা ৩০ মিনিটে কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সীমান্ত শূন্য রেখা থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে চাঁনপুর নামক স্থান থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাসহ মোট ৪৫৫ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়িগুলোর বাজারমূল্য প্রায় ৪৭ লাখ ৯০ হাজার টাকা।

বিজিবি জানায়, জব্দকৃত এসব চোরাচালানী পণ্য যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস বিভাগে হস্তান্তর করা হবে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকার নিরাপত্তা বিধান ও চোরাচালান দমনে বিজিবির নিয়মিত তৎপরতা অব্যাহত রয়েছে। তারা দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধ ও মাদক চোরাচালান দমনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।