কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনার আশিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা আলেখারচর বিশ্বরোড এলাকায় গত ৪ আগস্ট দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীণ থাকা অবস্থায় আন্দোলনের সহিত একাত্মতা ঘোষনা করে কর্মসূচী দেওয়ায়, কর্মসূচীতে অংশ গ্রহণের জন্য মো: ফারুকসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এ সময় ফ্যাসীবাদী আওয়ামী সরকারের মদদপুষ্ট ও অস্ত্রধারী সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র শস্ত্র, হকিষ্টিক, লোডার রড, চাপাতি, রামদা, পিস্তল ও পাইপগান নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলকে নস্যাত করার উদ্দেশ্যে তাদের উপর অতর্কিত হামলা করে। এ সময় সন্ত্রাসীরা এলোপাতারী গুলি করতে থাকে।

এ সময় বুড়িচং উপজেলার কাবিলা এলাকার মো: নেছার উদ্দিনের পুত্র মো: ফারুককে উদ্দেশ্যে করে গুলি করলে তার হাতের কব্জিতে মারাত্মক আহত হয়। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

এ ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানায় বুড়িচং উপজেলার কাবিলা এলাকার শাহদিলের বাগ গ্রামের আ: করিমের পুত্র বিল্লাল হোসেন বাদী হয়ে জহিরুল হক সেলিমকে ১নং আসামী করে ৬৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০/৭০ জনের বিরুদ্ধে হত্যার চেষ্টা মামলা দায়ের করেন।

এ ঘটনায় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা শাসনগাছা এলাকা থেকে ওই মামলার ৫৮ নং আসামী কুমিল্লা কোতয়ালী থানা এলাকার দৈয়ারা শরৎনগর গ্রামের সাদেক আলী ওরফে শের আলীর পুত্র কামরুল হাসান আশিক (২০) কে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page