১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের রুবি জয়ন্তী উপলক্ষে ৯৭ ব্যাচের আলোচনা ও রেজিস্ট্রেশন দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়া যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কুমিল্লার লাভলী আক্তারকে সম্মাননা স্মারক প্রদান কক্সবাজারের আনন্দযাত্রা সড়কেই শেষ, কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা বাঁচতে চায় মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লায় ব্যবসায়ী থেকে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

  • তারিখ : ০৯:৪৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • 735

নেকবর হোসেন।।
কুমিল্লার দেবিদ্বারে স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগে ওবায়দুল ইসলাম হৃদয় (৩২) নামে ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হৃদয় দেবিদ্বার পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড গুনাই ঘরের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি দেবিদ্বার পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং দেবিদ্বার সুজাত আলী কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

দেবিদ্বার পৌর এলাকার ফতেয়াবাদ গ্রামের মৃত আব্দুস সোবানের ছেলে ব্যবসায়ী আমির হোসেন থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন, গত ৫ আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই অভিযুক্ত ছাত্রদল নেতা হৃদয় তার কাছে দৈনিক ৫০০ টাকা করে চাঁদা দাবি করতে থাকে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হৃদয় তার স্ত্রী সুমি আক্তার ও মেয়ে সামিয়া আক্তারকে অপহরণসহ হত্যার হুমকি দেয়।

ব্যবসায়ীর অভিযোগ, হুমকির মুখে তিনি প্রাণ ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে প্রতিদিন নির্ধারিত চাঁদা পরিশোধ করে আসছিলেন। সম্প্রতি হৃদয় সরাসরি তার কাছে ১৫ হাজার টাকা দাবি করে। পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য ওই অর্থও তিনি প্রদান করতে বাধ্য হন। এ অবস্থায় অতিষ্ঠ হয়ে তিনি দেবিদ্বার থানায় হৃদয়সহ অজ্ঞাত দুই-তিনজন সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার পর দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াসের নেতৃত্বে একটি বিশেষ টিম শুক্রবার সকাল থেকে অভিযান চালায়। বিকালে পৌর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকেলের দিকে আদালতে পাঠানো হয়।

ওসি ইলিয়াস বলেন, “অভিযোগের বিষয়টি আমরা গুরুত্ব সহকারে নিয়েছি। মামলার এজাহার ও প্রাথমিক তদন্তে চাঁদাবাজির প্রমাণ মিলেছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে পরবর্তী আইনি প্রক্রিয়ায় নেওয়া হয়েছে। মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী মহলে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকে জানান, রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে কিছু ব্যক্তি স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করছে। তবে পুলিশের দ্রুত পদক্ষেপে তারা আশ্বস্ত হয়েছেন।

এক স্থানীয় ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা ব্যবসা করি, রাজনীতি করি না। তারপরও এ ধরনের হুমকি পেলে ভয়ে থাকি। আশা করি পুলিশ আরও কঠোর হবে।”

গ্রেফতারকৃত হৃদয় ছাত্রদল রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ছিলেন। তবে স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে তিনি প্রভাব বিস্তার করতেন।হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লায় ব্যবসায়ী থেকে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

তারিখ : ০৯:৪৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

নেকবর হোসেন।।
কুমিল্লার দেবিদ্বারে স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগে ওবায়দুল ইসলাম হৃদয় (৩২) নামে ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হৃদয় দেবিদ্বার পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড গুনাই ঘরের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি দেবিদ্বার পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং দেবিদ্বার সুজাত আলী কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

দেবিদ্বার পৌর এলাকার ফতেয়াবাদ গ্রামের মৃত আব্দুস সোবানের ছেলে ব্যবসায়ী আমির হোসেন থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন, গত ৫ আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই অভিযুক্ত ছাত্রদল নেতা হৃদয় তার কাছে দৈনিক ৫০০ টাকা করে চাঁদা দাবি করতে থাকে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হৃদয় তার স্ত্রী সুমি আক্তার ও মেয়ে সামিয়া আক্তারকে অপহরণসহ হত্যার হুমকি দেয়।

ব্যবসায়ীর অভিযোগ, হুমকির মুখে তিনি প্রাণ ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে প্রতিদিন নির্ধারিত চাঁদা পরিশোধ করে আসছিলেন। সম্প্রতি হৃদয় সরাসরি তার কাছে ১৫ হাজার টাকা দাবি করে। পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য ওই অর্থও তিনি প্রদান করতে বাধ্য হন। এ অবস্থায় অতিষ্ঠ হয়ে তিনি দেবিদ্বার থানায় হৃদয়সহ অজ্ঞাত দুই-তিনজন সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার পর দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াসের নেতৃত্বে একটি বিশেষ টিম শুক্রবার সকাল থেকে অভিযান চালায়। বিকালে পৌর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকেলের দিকে আদালতে পাঠানো হয়।

ওসি ইলিয়াস বলেন, “অভিযোগের বিষয়টি আমরা গুরুত্ব সহকারে নিয়েছি। মামলার এজাহার ও প্রাথমিক তদন্তে চাঁদাবাজির প্রমাণ মিলেছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে পরবর্তী আইনি প্রক্রিয়ায় নেওয়া হয়েছে। মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী মহলে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকে জানান, রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে কিছু ব্যক্তি স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করছে। তবে পুলিশের দ্রুত পদক্ষেপে তারা আশ্বস্ত হয়েছেন।

এক স্থানীয় ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা ব্যবসা করি, রাজনীতি করি না। তারপরও এ ধরনের হুমকি পেলে ভয়ে থাকি। আশা করি পুলিশ আরও কঠোর হবে।”

গ্রেফতারকৃত হৃদয় ছাত্রদল রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ছিলেন। তবে স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে তিনি প্রভাব বিস্তার করতেন।হয়েছে।