
জহিরুল হক বাবু।।
কুমিল্লার লাকসাম-নাঙ্গলকোট আঞ্চলিক সড়কের দামবাহার এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নাঙ্গলকোটগামী একটি যাত্রীবাহী বাস এবং বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, বিকেল সোয়া ৪টার দিকে ‘কুমিল্লা সুপার’ নামের বাসটি দামবাহার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় যাত্রী ও স্থানীয়রা আহত হন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে লাকসাম ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা জানান, গুরুতর আহত পাঁচজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। “দুজনের হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় উদ্ধার করা হয়েছে। আমরা তাদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেছি,” তিনি বলেন।
স্থানীয়রা জানান, লাকসাম–নাঙ্গলকোট সড়কটি তুলনামূলকভাবে ব্যস্ত ও সরু হওয়ায় এখানে দুর্ঘটনা প্রায়ই ঘটে। তারা সড়ক উন্নয়ন, প্রশস্তকরণ এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন। আহতদের চিকিৎসা চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।