কুমিল্লায় মাদকদ্রব্যসহ ভারতীয় নাগরিক আটক

জহিরুল হক বাবু।।
কুমিল্লা সীমান্ত এলাকা থেকে মাদকসহ মেহেদী হাসান (১৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আজ মঙ্গলবার সকালে কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ী সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অতিরিক্ত পরিচালক মেজর আরাফাত হোসেন অনি এই তথ্য জানিয়েছেন।

বিজিবি সূত্র জানায়, আজ সকালে বিজিবি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে কেরানীনগর এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিল, একটি মোবাইল ফোন সেটসহ চোরাচালানের জন্য বাংলাদেশে আসা মেহেদী হাসানকে আটক করে। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজালা জেলার সোনামুড়া থানার এনসি নগর গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্র আরও জানায়, আটক মেহেদী হাসানকে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অনুপ্রবেশ ও মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page