কুমিল্লায় মাদকের গোপন আস্তানার সন্ধান; বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন আটক

জহিরুল হক বাবু।।
কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে উন্মোচিত হয়েছে মাদকের গোপন আস্তানা।

বুধবার (৮ মে) রাত ১টার দিকে উপজেলার লালারপুল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আলেখার চর ও চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পের একটি যৌথ টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ সামগ্রী উদ্ধার করে।

এ সময় চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযানে মূল সন্দেহভাজন খোরশেদ আলম পালিয়ে যায়।

অভিযানে জোনাকি হোটেলের পেছনে গোপন ঘাঁটি থেকে উদ্ধার করা হয় ৪২৪ বোতল ফেনসিডিল, ১২৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৪২ পিস ইয়াবা, ৭ লিটার চোলাই মদ, ১২ লিটার মদের কাঁচামাল, ১২ বোতল কিংফিশার ও হি-ম্যান বিয়ার এবং ১ বোতল অফিসার্স চয়েস বিদেশি মদ। এছাড়া ৮০০ গ্রাম সিলোফস (অ্যালুমিনিয়াম সালফাইড), নগদ ১৭ হাজার টাকা, ৮টি মোবাইল ফোন এবং ৪টি ফয়েল পেপার জব্দ করা হয়।

আটককৃতরা হলেন রংপুর জেলার হরিচরন লস্কর এলাকার শাহ আলম মিয়ার ছেলে আল আমিন (২০), চৌদ্দগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের আব্দুল কালামের ছেলে আব্দুর রহিম, এবং একই উপজেলার জগন মোহনপুর গ্রামের আবাদ মিয়ার ছেলে রাজীব(৩০), চাংচাং নগর গ্রামের মৃত মনোয়ার আলীর ছেলে মোহাম্মদ ইউসুফ(২৭)।

অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃতদের চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর এই সাঁড়াশি অভিযানে এলাকায় স্বস্তি নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page