কুমিল্লায় মিছিলে স্লোগান দেওয়ার সময় যুবদল নেতার মৃত্যু

দাউদকান্দি প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে স্লোগান দেওয়ার সময় এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। রবিবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজারে স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত মফিজ উদ্দিন (৫৬) ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং মালিখিল গ্রামের মৃত সাজেদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফ্যাসিবাদ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে ইলিয়টগঞ্জ বিএনপি ও যুবদলের উদ্যোগে ইলিয়টগঞ্জ বাজারে এক বিক্ষোভ মিছিল বের করেন।

এ সময় যুবদল নেতা মফিজ উদ্দিন মিছিলে স্লোগান দেওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে নেতাকর্মীরা তাকে ইলিয়টগঞ্জ অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. আনোয়ার বলেন, বিএনপি ও যুবদল কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিলে যুবদল নেতা মফিজ উদ্দিন স্লোগান দেওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্ট্রোকে মারা গেছেন বলে ডাক্তার জানিয়েছেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী বলেন, ‘আমিও শুনেছি ইলিয়টগঞ্জে মিছিলে স্ট্রোক করে মফিজ উদ্দিন নামেন এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।’

এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন ফেইসবুকে যুবদল নেতার মৃত্যুতে শোক প্রকাশ করছেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page