স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার পাতড্ডা এলাকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু (৭৮) কে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্চিত ও এলাকা থেকে বের করে দেয়ার হুমকির ঘটনায় ভিডিও ফুটোজ দেখে ৫ জন গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতারকৃত ৫ জনকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম আক্তার উজ জামান।
গ্রেফতারকৃতরা হলেন, পাতড্ডা এলাকার ইসমাইল হোসেন মজুমদার (৪৩), কুলিয়ারা গ্রামের মোঃ জামাল উদ্দিন মজুমদার (৫৮), ইলিয়াছ ভূইয়া (৫৮),নাঙ্গলকোট উপজেলার রায়কোট এলাকার আবুল কালাম আজাদ (৪৮) ও চাঁদপুর জেলার মইশাদী এলাকার ইমতিয়াজ আব্দুল্লাহ সাজ্জাদ (১৯)।
ওসি ওসি এটিএম আক্তার উজ জামান জানান, ঘটনার সময় ভিডিও ফুটেজ দেখে তাদের সনাক্ত করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহয়তায় তাদেরকে গ্রেফতার করা হয়।