০৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রেতাকে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু জব্দ কুমিল্লা স্টেডিয়াম এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার আ’লীগের হামলায় আহত মহিলাদল নেত্রীকে দেখতে কুমিল্লায় সাবেক মন্ত্রী কায়কোবাদ খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে -সফিকুর রহমান বুড়িচংয়ে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু তাহের গ্রেপ্তার বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ইটভাটা উচ্ছেদ জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন

কুমিল্লায় যুবদলের কমিটি নিয়ে পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল

  • তারিখ : ১১:১৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • 38

নিউজ ডেস্ক।।
সদ্য ঘোষিত কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল ও মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। কমিটি ঘোষণার পরদিন ও বৃহস্পতিবার (৪ মে) বিকেলে বিক্ষোভ মিছিল করেছে বঞ্চিতরা।

মিছিল শেষে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে বক্তব্য দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

বক্তব্যে কুমিল্লা মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, সাংগঠনিক নিয়মানুযায়ী একই ব্যক্তি একাধিক কমিটিতে থাকতে পারবেন না। কিন্তু মহানগর স্বেচ্ছাসেবক দল নেতাকে মহানগর যুবদলের সদস্য সচিব করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের (কুমিল্লা বিভাগ) সহ-সভাপতিকে দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক করা হয়েছে। এটি সাংগঠনিক নিয়মের পরিপন্থী। যারা জেলে গিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তারা পদ বঞ্চিত হয়েছেন। আন্দোলনমুখী বছরে কুমিল্লার মতো জেলায় এমন কমিটি গঠন দুঃখজনক।

মহানগর যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি মঞ্জরুল আলম রুবেল বলেন, তারেক রহমানকে অনুরোধ করব, টুকুকে যুবদলের সভাপতি থেকে অব্যাহতি দিন। তিনি অবৈধ সুবিধা নিয়ে এমন কমিটি করেছেন। অবিলম্বে এ কমিটি বাতিল করা হোক।

বিক্ষোভে উপস্থিত ছিলেন বিলুপ্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস পাটোয়ারী, হাজি মোহাম্মদ সেলিম, ইশতিয়াক আহমেদ বিপু, জহিরুল ইসলাম, কবির হোসেন, আবু বকর সিদ্দিক শিল্পী, অ্যাডভোকেট টিপু, সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল আলম রুবেল, সহ-সভাপতি গাজী রাসেল, শামসুল আলম টিপু, আরমান আলী, মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, মোবারক হোসেন, কাজী মুজিবুর রহমানসহ অন্যান্যরা।

সদ্য ঘোষিত কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ারুল হক বলেন, বিএনপি বড় দল। এখানে কমিটি হলে সবাই সন্তুষ্ট থাকবে না, এটিই স্বাভাবিক। কয়েকদিন পর সবার রাগ ভেঙে যাবে।

গত ১ মে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর কমিটি ঘোষণা করা হয়। এতে কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল ও সদস্য সচিব করা হয় রোমান হাসানকে। দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক করা হয় মো.আনোয়ারুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব ও সদস্য সচিব করা হয় ফরিদ উদ্দিন শিপলুকে।

error: Content is protected !!

কুমিল্লায় যুবদলের কমিটি নিয়ে পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল

তারিখ : ১১:১৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩

নিউজ ডেস্ক।।
সদ্য ঘোষিত কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল ও মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। কমিটি ঘোষণার পরদিন ও বৃহস্পতিবার (৪ মে) বিকেলে বিক্ষোভ মিছিল করেছে বঞ্চিতরা।

মিছিল শেষে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে বক্তব্য দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

বক্তব্যে কুমিল্লা মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, সাংগঠনিক নিয়মানুযায়ী একই ব্যক্তি একাধিক কমিটিতে থাকতে পারবেন না। কিন্তু মহানগর স্বেচ্ছাসেবক দল নেতাকে মহানগর যুবদলের সদস্য সচিব করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের (কুমিল্লা বিভাগ) সহ-সভাপতিকে দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক করা হয়েছে। এটি সাংগঠনিক নিয়মের পরিপন্থী। যারা জেলে গিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তারা পদ বঞ্চিত হয়েছেন। আন্দোলনমুখী বছরে কুমিল্লার মতো জেলায় এমন কমিটি গঠন দুঃখজনক।

মহানগর যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি মঞ্জরুল আলম রুবেল বলেন, তারেক রহমানকে অনুরোধ করব, টুকুকে যুবদলের সভাপতি থেকে অব্যাহতি দিন। তিনি অবৈধ সুবিধা নিয়ে এমন কমিটি করেছেন। অবিলম্বে এ কমিটি বাতিল করা হোক।

বিক্ষোভে উপস্থিত ছিলেন বিলুপ্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস পাটোয়ারী, হাজি মোহাম্মদ সেলিম, ইশতিয়াক আহমেদ বিপু, জহিরুল ইসলাম, কবির হোসেন, আবু বকর সিদ্দিক শিল্পী, অ্যাডভোকেট টিপু, সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল আলম রুবেল, সহ-সভাপতি গাজী রাসেল, শামসুল আলম টিপু, আরমান আলী, মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, মোবারক হোসেন, কাজী মুজিবুর রহমানসহ অন্যান্যরা।

সদ্য ঘোষিত কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ারুল হক বলেন, বিএনপি বড় দল। এখানে কমিটি হলে সবাই সন্তুষ্ট থাকবে না, এটিই স্বাভাবিক। কয়েকদিন পর সবার রাগ ভেঙে যাবে।

গত ১ মে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর কমিটি ঘোষণা করা হয়। এতে কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল ও সদস্য সচিব করা হয় রোমান হাসানকে। দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক করা হয় মো.আনোয়ারুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব ও সদস্য সচিব করা হয় ফরিদ উদ্দিন শিপলুকে।