০৮:০১ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা সাবেক-৯ আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ; যান চলাচল বন্ধ কুমিল্লায় মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত: অভিযুক্ত ২ জন গ্রেপ্তার নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, একই পরিবারের ৭ জন নিহত যারা নিজেদের স্বার্থে জনগণকে বঞ্চিত করে, তাদের বিএনপিতে ঠাঁই নেই -ইঞ্জিনিয়ার মমিনুল হক শাহরাস্তিতে গণঅভ্যুত্থান দিবসের র‍্যালিতে অংশ নিতে এসে যুবদল নেতার মৃত্যু চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বিএনপি এক-তৃতীয়াংশ আসন পেয়ে জয় লাভ করবে: ড. খন্দকার মারুফ হোসেন বুড়িচংয়ে মসজিদে ছুরিকাঘাতের ঘটনায় আসামী গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন দাউদকান্দিতে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়েত ইসলামীর গণমিছিল দাউদকান্দিতে শহীদদের সমাধিতে প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

কুমিল্লায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, ১০ জন আহত; ৪ মোটরসাইকেলে আগুন

  • তারিখ : ১০:৪৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • 4

মনোহরগঞ্জ প্রতিনিধি।।
কুমিল্লার মনোহরগঞ্জে যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ৪টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে মনোহরগঞ্জ উপজেলা সদরের সরকারি কলেজের পাশে এ ঘটনা ঘটে।

উভয় পক্ষের ইটপাটকেলের আঘাতে অন্তত ১০ জন আহত হলেও কারও আঘাত গুরুতর নয়। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

স্থানীয়রা জানান, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের কমিটি গঠনের পূর্বনির্ধারিত তারিখ ছিল বৃহস্পতিবার। এ উপলক্ষ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়। কমিটি গঠনের জন্য কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের একটি সাংগঠনিক টিম সেখানে যায়। স্থানীয় বিএনপির বিদ্যমান সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) আনোয়ার উল আজীমের অনুসারীরা শোডাউন করেন। এতে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের সমর্থকরাও শোডাউন বের করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষ শুরু হলে সভাস্থলে কুমিল্লা থেকে আসা নেতা-কর্মীরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সভাস্থল ত্যাগ করেন নেতৃবৃন্দ। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

আবুল কালাম পক্ষের যুবদলের নেতা সরোয়ার জাহান দোলন জানান, যুবদলের বাদপড়া কিছু লোক বহিরগতদের নিয়ে ঝামেলা করতে চেয়েছে, পরে জেলা কমিটির হস্তক্ষেপে তা সমাধান হয়।

আনোয়ার উল আজীম পক্ষের যুবদলের নেতা মাসুদুল আলম বাচ্চু বলেন, দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি করতে চাওয়ায় বঞ্চিতরা তাতে বাধা দেন। পরে জেলা কমিটির নেতারা মধ্যস্থতা করেন।

জেলা সাংগঠনিক টিমের প্রধান অ্যাডভোকেট মাসুদ হাসান ধাওয়া পাল্টা ধাওয়া কথা স্বীকার করে জানান, দলীয় পদ-পদবি নিয়ে স্থানীয় নেতাদের মতবিরোধ আছে। তাই তাদের কথা শুনেছি এবং তা সমাধান হয় যাবে।

নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, ১০ জন আহত; ৪ মোটরসাইকেলে আগুন

তারিখ : ১০:৪৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

মনোহরগঞ্জ প্রতিনিধি।।
কুমিল্লার মনোহরগঞ্জে যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ৪টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে মনোহরগঞ্জ উপজেলা সদরের সরকারি কলেজের পাশে এ ঘটনা ঘটে।

উভয় পক্ষের ইটপাটকেলের আঘাতে অন্তত ১০ জন আহত হলেও কারও আঘাত গুরুতর নয়। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

স্থানীয়রা জানান, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের কমিটি গঠনের পূর্বনির্ধারিত তারিখ ছিল বৃহস্পতিবার। এ উপলক্ষ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়। কমিটি গঠনের জন্য কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের একটি সাংগঠনিক টিম সেখানে যায়। স্থানীয় বিএনপির বিদ্যমান সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) আনোয়ার উল আজীমের অনুসারীরা শোডাউন করেন। এতে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের সমর্থকরাও শোডাউন বের করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষ শুরু হলে সভাস্থলে কুমিল্লা থেকে আসা নেতা-কর্মীরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সভাস্থল ত্যাগ করেন নেতৃবৃন্দ। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

আবুল কালাম পক্ষের যুবদলের নেতা সরোয়ার জাহান দোলন জানান, যুবদলের বাদপড়া কিছু লোক বহিরগতদের নিয়ে ঝামেলা করতে চেয়েছে, পরে জেলা কমিটির হস্তক্ষেপে তা সমাধান হয়।

আনোয়ার উল আজীম পক্ষের যুবদলের নেতা মাসুদুল আলম বাচ্চু বলেন, দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি করতে চাওয়ায় বঞ্চিতরা তাতে বাধা দেন। পরে জেলা কমিটির নেতারা মধ্যস্থতা করেন।

জেলা সাংগঠনিক টিমের প্রধান অ্যাডভোকেট মাসুদ হাসান ধাওয়া পাল্টা ধাওয়া কথা স্বীকার করে জানান, দলীয় পদ-পদবি নিয়ে স্থানীয় নেতাদের মতবিরোধ আছে। তাই তাদের কথা শুনেছি এবং তা সমাধান হয় যাবে।

নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।