০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
খাঁটি মুমিন হতে আল্লাহর বিধান ও রাসুলের আদর্শে চলার আহ্বান আড়াইবাড়ী পীর সাহেবের কুমিল্লায় ঠিকাদারের কাছে চাঁদা দাবি, যৌথবাহিনীর অভিযানে ৩ জন আটক কুমিল্লায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ; দুই বিদ্যালয়ের চার শিক্ষার্থী আহত ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তোহফা গোফরান বহিষ্কার কুবির বিজ্ঞান অনুষদে ৩৪ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান জাতীয় ও আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ: ৯ সোনাসহ ২২ পদক জিতলেন কুমিল্লার ১৯ খেলোয়াড় কুমিল্লায় শ্বশুর বাড়ির ট্যাংকে জামাতার লাশ; স্ত্রীসহ চারজনের স্বীকারোক্তি, রহস্য উদঘাটন মুরাদনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রাণীপ্রেমীদের মিলনমেলা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান কুমিল্লায় ৫ মিনিটের ঝটিকা মিছিল, ছাত্রলীগ, যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লায় শ্বশুর বাড়ির ট্যাংকে জামাতার লাশ; স্ত্রীসহ চারজনের স্বীকারোক্তি, রহস্য উদঘাটন

  • তারিখ : ০৬:০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • 1813

স্টাফ রিপোর্টার।।।
কুমিল্লার দেবীদ্বারে গত ১৩ আগস্ট নিখোঁজ হওয়া করিম ভূঁইয়ার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন চারজন আসামি। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লার আমলি আদালতে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি গ্রহণ করেন। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ।

পুলিশ জানায়, নিখোঁজের এক মাস পাঁচ দিন পর গত ১৭ সেপ্টেম্বর উপজেলার রসুলপুর গ্রামের শ্বশুরবাড়ির একটি টয়লেটের সেপটিক ট্যাংক থেকে হাত-পা বাঁধা অবস্থায় করিম ভূঁইয়ার (৪৮) গলিত মরদেহ উদ্ধার করা হয়। করিম বড়শালঘর গ্রামের মন্ত্রীবাড়ি এলাকার মৃত আবুল কাশেম ভূঁইয়ার ছেলে। তিনি ১৩ আগস্ট সকাল থেকে নিখোঁজ ছিলেন।

হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয় করিমের স্ত্রী তাছলিমা বেগম ও তার তিন ভাই ইসরাফিল, গোলাম হাক্কানী ও মোজাম্মেল হককে। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার স্বীকারোক্তি প্রদান করেন।

শনিবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার ব্যাপারে জবানবন্দি দেন।

পুলিশের তদন্তে জানা গেছে, ১৩ আগস্ট রাতে স্ত্রী তাছলিমা বেগমের পরিকল্পনায় মাদক সেবনের লোভ দেখিয়ে করিমকে শ্বশুরবাড়িতে ডেকে নেয় তার শ্যালক ইসরাফিল। সেখানে প্রথমে তিন ভাই মিলে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন, যার ফলে করিম প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান। এ সময় স্ত্রী তাছলিমা রক্ত মুছে ফেলেন।

পরবর্তীতে বড় ভাইয়ের বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকে মরদেহ ফেলার পরিকল্পনা করা হয়। প্রথমে বড় ভাই রাজি না হওয়ায় মরদেহটি বাড়ির পাশের খালে ফেলে দেওয়া হয়। সকালে মরদেহ ভেসে উঠলে স্ত্রী ও তার ভাইরা আবার খাল থেকে মরদেহ তুলে বড় ভাইয়ের টয়লেটের সেপটিক ট্যাংকে ফেলে দেন।

দেবীদ্বার থানার ওসি সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, “স্ত্রী তাছলিমার পরিকল্পনায় তিন ভাইসহ চারজন মিলে করিম ভূঁইয়াকে হত্যা করেছে। মাদক সেবনের লোভ দেখিয়ে ভালো ব্যবহার করে তাকে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয়। নিহতের ভাই আমির হোসেন থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ তদন্ত শুরু করে। সন্দেহভাজন আসামিদের ওপর নজরদারি ও গ্রেপ্তারের মাধ্যমে মরদেহ উদ্ধার এবং হত্যার রহস্য উদঘাটন করা হয়।”

ওসি আরও বলেন, “আসামিরা জানিয়েছে, করিম প্রায়ই স্ত্রী তাছলিমা বেগম ও তাদের মেয়ে কে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এ নির্যাতনে অতিষ্ঠ হয়ে তারা এ হত্যাকাণ্ড ঘটায়।”

error: Content is protected !!

কুমিল্লায় শ্বশুর বাড়ির ট্যাংকে জামাতার লাশ; স্ত্রীসহ চারজনের স্বীকারোক্তি, রহস্য উদঘাটন

তারিখ : ০৬:০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

স্টাফ রিপোর্টার।।।
কুমিল্লার দেবীদ্বারে গত ১৩ আগস্ট নিখোঁজ হওয়া করিম ভূঁইয়ার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন চারজন আসামি। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লার আমলি আদালতে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি গ্রহণ করেন। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ।

পুলিশ জানায়, নিখোঁজের এক মাস পাঁচ দিন পর গত ১৭ সেপ্টেম্বর উপজেলার রসুলপুর গ্রামের শ্বশুরবাড়ির একটি টয়লেটের সেপটিক ট্যাংক থেকে হাত-পা বাঁধা অবস্থায় করিম ভূঁইয়ার (৪৮) গলিত মরদেহ উদ্ধার করা হয়। করিম বড়শালঘর গ্রামের মন্ত্রীবাড়ি এলাকার মৃত আবুল কাশেম ভূঁইয়ার ছেলে। তিনি ১৩ আগস্ট সকাল থেকে নিখোঁজ ছিলেন।

হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয় করিমের স্ত্রী তাছলিমা বেগম ও তার তিন ভাই ইসরাফিল, গোলাম হাক্কানী ও মোজাম্মেল হককে। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার স্বীকারোক্তি প্রদান করেন।

শনিবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার ব্যাপারে জবানবন্দি দেন।

পুলিশের তদন্তে জানা গেছে, ১৩ আগস্ট রাতে স্ত্রী তাছলিমা বেগমের পরিকল্পনায় মাদক সেবনের লোভ দেখিয়ে করিমকে শ্বশুরবাড়িতে ডেকে নেয় তার শ্যালক ইসরাফিল। সেখানে প্রথমে তিন ভাই মিলে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন, যার ফলে করিম প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান। এ সময় স্ত্রী তাছলিমা রক্ত মুছে ফেলেন।

পরবর্তীতে বড় ভাইয়ের বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকে মরদেহ ফেলার পরিকল্পনা করা হয়। প্রথমে বড় ভাই রাজি না হওয়ায় মরদেহটি বাড়ির পাশের খালে ফেলে দেওয়া হয়। সকালে মরদেহ ভেসে উঠলে স্ত্রী ও তার ভাইরা আবার খাল থেকে মরদেহ তুলে বড় ভাইয়ের টয়লেটের সেপটিক ট্যাংকে ফেলে দেন।

দেবীদ্বার থানার ওসি সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, “স্ত্রী তাছলিমার পরিকল্পনায় তিন ভাইসহ চারজন মিলে করিম ভূঁইয়াকে হত্যা করেছে। মাদক সেবনের লোভ দেখিয়ে ভালো ব্যবহার করে তাকে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয়। নিহতের ভাই আমির হোসেন থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ তদন্ত শুরু করে। সন্দেহভাজন আসামিদের ওপর নজরদারি ও গ্রেপ্তারের মাধ্যমে মরদেহ উদ্ধার এবং হত্যার রহস্য উদঘাটন করা হয়।”

ওসি আরও বলেন, “আসামিরা জানিয়েছে, করিম প্রায়ই স্ত্রী তাছলিমা বেগম ও তাদের মেয়ে কে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এ নির্যাতনে অতিষ্ঠ হয়ে তারা এ হত্যাকাণ্ড ঘটায়।”