কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ফুচকা খেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রাফি (১৭) নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) রাত ১০টায় উপজেলা ঘোলপাশা ইউনিয়ন আমানগন্ডা নতুন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ রাফি গোলপাশা ইউনিয়ন আমন গন্ডা গ্রামের মোহাম্মদ মিজানুর রহমানের ছেলে এবং স্থানীয় আমারগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি ছাত্র। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের চাচা জামাল উদ্দিন মেম্বার।

স্থানীয় সূত্র ও মিয়াবাজার হাইওয়ে পুলিশ জানান, রাফিসহ তারা তিন বন্ধু মারুফ ও বাপ্পি চৌদ্দগ্রাম বাজার থেকে শুক্রবার রাতে ফুচকা খেয়ে মহাসড়ক পার হয়ে বাড়ি ফেরার পথে পেছন থেকে অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে গুরুতর আহত হন মোহাম্মদ রাফি। স্থানীয় লোকজন গুরুতর আহত মোহাম্মদ রাফিকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ রবিউল হাসান বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত মো. রাফিকে হাসপাতলে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। নিহত রাফির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page