কুমিল্লায় স্ত্রীর সাথে অভিমান করে স্কুল কর্মচারীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা শহরতলীর আলেখাচরে স্ত্রীর সাথে অভিমান করে শরিফুল ইসলাম (৩২) নামের এক স্কুল কর্মচারী আত্মহত্যা করেছেন।

গতকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বাদ জোহর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহত শরিফুল আলেখাচর গ্রামের বজলু মিয়ার ছেলে। সে স্থানীয় আমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী কাম দপ্তরী পদে চাকুরী করত। তাঁর তিনটি শিশু সন্তান রয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, স্ত্রীর সাথে পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে শরিফুলের টানাপোড়ন চলছিল। স্ত্রীর সাথে প্রায়ই তার ঝগড়া হতো এমনকি স্ত্রীকে সে মারধর করত।

গত কয়েকদিন আগে তার সাথে ঝগড়াঝাটির কারণে স্ত্রী বাপের বাড়ি চলে যায়। এতে শরীফুল মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।

পারিবারিক কলহ থেকে রাগে অভিমানে গত রবিবার সন্ধ্যার পর কোন একসময় সে বিষ জাতীয় ট্যাবলেট খায়। পরে মেয়েকে সে বিষের বড়ি খাওয়ার বিষয়টি জানায়। রাতেই স্বজনরা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও তাকে ভর্তি করাতে পারেনি।

পরে ঢাকা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করায়। সোমবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে লাশ ময়াতদন্তের জন্য কুমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবদুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে জানা গেছে বিষপ্রাণে শরিফুল আত্মহত্যা করেছে। এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page