০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় চুরির অভিযোগে যুবককে কুকুর লেলিয়ে অমানবিক নির্যাতন, ৩ জন আটক কুমিল্লায় স্বামীর নিষেধে বিয়ের অনুষ্ঠানে যেতে না দেওয়ায় স্ত্রীর গলায় ফাঁস দেবিদ্বারে মন্দিরের রাস্তা নিয়ে মানববন্ধন, বিএনপি নেতার হস্তক্ষেপে সমাধান রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা দাবীতে দেবিদ্বারে বিএনপির লিফলেট বিতরণ কুমিল্লা মাঠে বসুন্ধরা কিংসের দাপুটে জয়, মোহামেডানের হতাশার সূচনা নুরে আলম-মোক্তারের নেতৃত্বে কুবির শরীয়তপুর স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন “পিআর আর সংস্কার চাই” স্লোগানে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ কুমিল্লা জেলা মুয়াল্লিম ও হাজী কল্যাণ ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন জহিরুল-মুনতাছিরের নেতৃত্বে কুবির নারায়ণগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদ কুমিল্লায় ৪ মাজারে হামলা ও আগুন; দুই হাজার জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় স্বামীর নিষেধে বিয়ের অনুষ্ঠানে যেতে না দেওয়ায় স্ত্রীর গলায় ফাঁস

  • তারিখ : ১২:১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • 583

সোহরাব হোসেন।।
কুমিল্লার দেবিদ্বারে স্বামীর নিষেধে বিয়ের অনুষ্ঠানে যেতে না পারায় সালমা আক্তার (২৩) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পৌর এলাকার বালিবাড়ি গ্রামের ভুঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সালমা আক্তার ওই গ্রামের কেফায়েতুল্লাহ রুবেল (৩৩)-এর স্ত্রী। তাদের দুই কন্যা সন্তান রয়েছে রাইসা (১০) ও সারামনি (৬)। কেফায়েতুল্লাহ রুবেল কুমিল্লা ইপিজেডে চাকরি করেন।

নিহতার শ্বশুর মজিবুর রহমান বাবুল ভুঁইয়া জানান, পাশের ঘরের তার ভাই আবুল হোসেন ভুঁইয়ার মেয়ের বিয়ে ছিল শুক্রবার। সালমা আক্তার নিজেই বিয়ের সকল আয়োজন সম্পন্ন করার পর গোসল করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তিনি আরও বলেন, “আমাদের সংসারে অভাব নেই, ছেলের সঙ্গেও কোনো ঝগড়া-বিবাদ হয়নি। কেন সে আত্মহত্যা করল তা বুঝতে পারছি না।”

নিহতের বড় মেয়ে রাইসা জানায়, তার বাবা-মায়ের মধ্যে ঝগড়া হয়। এরপর মা দরজা বন্ধ করে আত্মহত্যা করেন।

স্থানীয় নজরুল ইসলাম জানান, কেফায়েতুল্লাহ রুবেলের চাচা আবুল হোসেন ভুঁইয়ার সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। স্ত্রী বিয়ের অনুষ্ঠানের প্রধান দায়িত্ব পালন করায় রুবেল ক্ষুব্ধ হয়ে তাকে অনুষ্ঠানে যেতে নিষেধ করেন। এতে রাগে-ক্ষোভে সালমা আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ আত্মহত্যা করেছেন। স্থানীয়রা বলছেন, স্বামী তাকে পাশের ঘরের বিয়ের অনুষ্ঠানে যেতে নিষেধ করেছিলেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

error: Content is protected !!

কুমিল্লায় স্বামীর নিষেধে বিয়ের অনুষ্ঠানে যেতে না দেওয়ায় স্ত্রীর গলায় ফাঁস

তারিখ : ১২:১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

সোহরাব হোসেন।।
কুমিল্লার দেবিদ্বারে স্বামীর নিষেধে বিয়ের অনুষ্ঠানে যেতে না পারায় সালমা আক্তার (২৩) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পৌর এলাকার বালিবাড়ি গ্রামের ভুঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সালমা আক্তার ওই গ্রামের কেফায়েতুল্লাহ রুবেল (৩৩)-এর স্ত্রী। তাদের দুই কন্যা সন্তান রয়েছে রাইসা (১০) ও সারামনি (৬)। কেফায়েতুল্লাহ রুবেল কুমিল্লা ইপিজেডে চাকরি করেন।

নিহতার শ্বশুর মজিবুর রহমান বাবুল ভুঁইয়া জানান, পাশের ঘরের তার ভাই আবুল হোসেন ভুঁইয়ার মেয়ের বিয়ে ছিল শুক্রবার। সালমা আক্তার নিজেই বিয়ের সকল আয়োজন সম্পন্ন করার পর গোসল করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তিনি আরও বলেন, “আমাদের সংসারে অভাব নেই, ছেলের সঙ্গেও কোনো ঝগড়া-বিবাদ হয়নি। কেন সে আত্মহত্যা করল তা বুঝতে পারছি না।”

নিহতের বড় মেয়ে রাইসা জানায়, তার বাবা-মায়ের মধ্যে ঝগড়া হয়। এরপর মা দরজা বন্ধ করে আত্মহত্যা করেন।

স্থানীয় নজরুল ইসলাম জানান, কেফায়েতুল্লাহ রুবেলের চাচা আবুল হোসেন ভুঁইয়ার সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। স্ত্রী বিয়ের অনুষ্ঠানের প্রধান দায়িত্ব পালন করায় রুবেল ক্ষুব্ধ হয়ে তাকে অনুষ্ঠানে যেতে নিষেধ করেন। এতে রাগে-ক্ষোভে সালমা আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ আত্মহত্যা করেছেন। স্থানীয়রা বলছেন, স্বামী তাকে পাশের ঘরের বিয়ের অনুষ্ঠানে যেতে নিষেধ করেছিলেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”