০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রেতাকে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু জব্দ কুমিল্লা স্টেডিয়াম এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার আ’লীগের হামলায় আহত মহিলাদল নেত্রীকে দেখতে কুমিল্লায় সাবেক মন্ত্রী কায়কোবাদ খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে -সফিকুর রহমান বুড়িচংয়ে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু তাহের গ্রেপ্তার বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ইটভাটা উচ্ছেদ জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন

কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

  • তারিখ : ১০:৫৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • 127

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রাজ্জাক রুবেলকে গুলি করে হত্যা ও শিক্ষার্থী আবু বকরকে পিটিয়ে আহত করার মামলায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) রাত দেড়টার দিকে পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ।

গ্রেপ্তাররা হলেন উপজেলার বরকামতা ইউনিয়নের বাসিন্দা ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. ইমরান সরকার (২৮), ভানী ইউনিয়নের খাদঘর গ্রামের বাসিন্দা ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সদস্য ফরহাদ হোসেন (২৩) ও দেবিদ্বার পৌরসভার বানিয়াপাড়া এলাকার বাসিন্দা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক (৩৮) ।

ওসি জানায়, গ্রেপ্তাররা এজাহারনামীয় আসামি। তারা গত ৪ আগস্টে আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। যার একাধিক ভিডিও ফুটেজ ও স্থির চিত্র রয়েছে। গ্রেপ্তাররা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রাজ্জাক রুবেলকে প্রকাশ্যে গুলি করে হত্যাসহ শিক্ষার্থী আবু বকরকে পিটিয়ে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার পৌর এলাকার বানিয়াপাড়ার নিজ বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রাজ্জাক ও ছাত্রলীগের দুই নেতা ইমরান এবং ফরহাদকে গ্রেপ্তার করা হয়। পরে ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে তাদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

তারিখ : ১০:৫৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রাজ্জাক রুবেলকে গুলি করে হত্যা ও শিক্ষার্থী আবু বকরকে পিটিয়ে আহত করার মামলায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) রাত দেড়টার দিকে পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ।

গ্রেপ্তাররা হলেন উপজেলার বরকামতা ইউনিয়নের বাসিন্দা ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. ইমরান সরকার (২৮), ভানী ইউনিয়নের খাদঘর গ্রামের বাসিন্দা ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সদস্য ফরহাদ হোসেন (২৩) ও দেবিদ্বার পৌরসভার বানিয়াপাড়া এলাকার বাসিন্দা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক (৩৮) ।

ওসি জানায়, গ্রেপ্তাররা এজাহারনামীয় আসামি। তারা গত ৪ আগস্টে আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। যার একাধিক ভিডিও ফুটেজ ও স্থির চিত্র রয়েছে। গ্রেপ্তাররা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রাজ্জাক রুবেলকে প্রকাশ্যে গুলি করে হত্যাসহ শিক্ষার্থী আবু বকরকে পিটিয়ে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার পৌর এলাকার বানিয়াপাড়ার নিজ বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রাজ্জাক ও ছাত্রলীগের দুই নেতা ইমরান এবং ফরহাদকে গ্রেপ্তার করা হয়। পরে ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে তাদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।