স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রাজ্জাক রুবেলকে গুলি করে হত্যা ও শিক্ষার্থী আবু বকরকে পিটিয়ে আহত করার মামলায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) রাত দেড়টার দিকে পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ।
গ্রেপ্তাররা হলেন উপজেলার বরকামতা ইউনিয়নের বাসিন্দা ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. ইমরান সরকার (২৮), ভানী ইউনিয়নের খাদঘর গ্রামের বাসিন্দা ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সদস্য ফরহাদ হোসেন (২৩) ও দেবিদ্বার পৌরসভার বানিয়াপাড়া এলাকার বাসিন্দা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক (৩৮) ।
ওসি জানায়, গ্রেপ্তাররা এজাহারনামীয় আসামি। তারা গত ৪ আগস্টে আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। যার একাধিক ভিডিও ফুটেজ ও স্থির চিত্র রয়েছে। গ্রেপ্তাররা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রাজ্জাক রুবেলকে প্রকাশ্যে গুলি করে হত্যাসহ শিক্ষার্থী আবু বকরকে পিটিয়ে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার পৌর এলাকার বানিয়াপাড়ার নিজ বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রাজ্জাক ও ছাত্রলীগের দুই নেতা ইমরান এবং ফরহাদকে গ্রেপ্তার করা হয়। পরে ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে তাদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরো দেখুন:You cannot copy content of this page