কুমিল্লায় হরতাল প্রতিহত করতে এসে যুবলীগের দু গ্রুপের সংঘর্ষ; আহত ৬ জন

মোঃ জহিরুল হক বাবু।।
হরতাল প্রতিহত করতে এসে কুমিল্লায় যুবলীগের দু গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ৬ জন আহত হয়েছে।

সকাল সাড়ে ৯ টায় কুমিল্লা চকবাজার ফয়সাল হসপিটালের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থা বজ্রপুর এলাকার ডেনী ও কাশারীপট্টি এলাকার মাসুম নামে ২ যুবককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হরতাল প্রতিহত করতে এসে যুবলীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কুমিল্লা ৬ নং ওয়ার্ড যুবলীগ ও ১৫ নং ওয়ার্ড যুবলীগের কর্মীরা একই সময়ে কুমিল্লা নগরীর চকবাজার এলাকার ফয়সাল হাসপাতালের জড়ো হলে দু’গ্রুপের কর্মীরা বাকবিতন্ডায় জড়িয়ে যায়।

এক পর্যায়ে রামদা, লাঠি বেসবলের স্টিক নিয়ে একে অন্যের উপর হামলা চালায়। এ সময় দু গ্রুপের অন্তত ৬ জন আহত হয়। আহতদের মধ্যে যুবলীগ কর্মী মাসুম ও ড্যানি আহত হয়। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এই বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইকরাম জানান, ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটনা ঘটেছে। আমার এলাকার ৩ জন কর্মী আহত হয়েছে। কেন এমন ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা করছি।

তবে কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য রোকন উদ্দিন রোকন অভিযোগ করে বলেন, কাউন্সিলর ইকরাম জামাত বিএনপির কর্মীদের নিয়ে আমার কর্মীদের উপর হামলা চালিয়েছে। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাম্মদ সনজুর মোর্শেদ জানান, ঘটনাস্থলে গিয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page