কুমিল্লায় হোটেল টাইমস স্কয়ার ও তাজমহলে পচা খাবার পরিবেশন; ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

জহিরুল হক বাবু।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় অবস্থিত হোটেল টাইম স্কয়ার ও হোটেল তাজমহলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনসহ হোটেল-রেস্তুোরাঁ পরিচালনার লাইসেন্স না থাকায় দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র।

রবিবার (৬ এপ্রিল) চৌদ্দগ্রাম থানা পুলিশের সহযোগিতায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

জানা যায়, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে হোটেল টাইম স্কয়ার ও হোটেল তাজমহলে অভিযান চালানো হয়। এসময় হোটেগুলোর লাইসেন্স আছে কিনা, খাবারের মান, পরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন এবং পরিবেশন হচ্ছে কিনা, প্রতিটি পণ্য/সেবার মূল্য তালিকা আছে কিনা ইত্যাদি যাচাই করার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

অভিযানে পরিলক্ষিত হয়- হোটেল তাজমহল এবং হোটেল টাইমস স্কয়ারের হোটেল ও রেস্তোরাঁ পরিচালনার কোন লাইসেন্স প্রদর্শন করতে পারেননি। খাবার প্রস্তুত এবং পরিবেশনের স্থানসমূহ অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। খাবার রান্না করার পর ঢাকনা দেয়া ছাড়াই রেখে দেয়া হয়েছে এবং সেখান থেকেই সেবাগ্রহীতাদের খাবার পরিবেশন করা হচ্ছে। ফ্রিজে পুরোনো বাসি খাবার সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। হোটেলের নিজস্ব কারখানায় দই, রসমালাইসহ নানা ধরনের মিষ্টান্ন তৈরি করে বিক্রয় করা হলেও এ সকল খাদ্যদ্রব্য প্রস্তুতের কোন লাইসেন্স তাদের নেই। প্রস্তুতকৃত এ সকল খাদ্যদ্রব্যের গায়ে উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ পাওয়া যায় নি।

পরবর্তীতে অপরাধসমূহ আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক হোটেল তাজমহলকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং টাইমস স্কয়ারে ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page