কুমিল্লায় ২ টি আগ্নেয়াস্ত্রসহ ৭ মামলার আসামি যুবলীগ নেতা মাসুদ আটক

জহিরুল হক বাবু।।
কুমিল্লা নগরীর উত্তর ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ টি আগ্নেয়াস্ত্রসহ এক যুবলীগ নেতাকে আটক করেছে ব্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের একটি দল।

শুক্রবার (৩০ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর উত্তর ঠাকুরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ব্যাব। অভিযানে মোঃ মাসুদ রানা প্রধান (৩৮) নামক ১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত থাকা ২ টি এলজি উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ মাসুদ রানা প্রধান কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার মনোহরপুর গ্রামের মৃত মতিউর রহমান প্রধান এর ছেলে।

আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে যুবলীগের রাজনীতির সাথে জড়িত। সে পতিত রাজনৈতিক দল আওয়ামী লীগের বিভিন্ন শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রেখে বড় ধরনের নাশকতাসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে জনগণের জানমালের ক্ষতিসাধন করার পরিকল্পনা করে আসছিল।

এছাড়াও পূর্বে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের বিভিন্ন শো-ডাউনে তাকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায়। বর্তমানে সে কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংগঠিত করে আসছিল বলে জানায়।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে রুজুকৃত হত্যা ও হত্যাচেষ্টা মামলা সহ মোট ০৭ টি মামলা রয়েছে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page