০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়া যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কুমিল্লার লাভলী আক্তারকে সম্মাননা স্মারক প্রদান কক্সবাজারের আনন্দযাত্রা সড়কেই শেষ, কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা বাঁচতে চায় মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন উত্তর স্বেচ্ছাসেবক দলের ৪নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি সভা

কুমিল্লায় ৩৩ বছরের ইমামত শেষে রাজকীয় বিদায়; কাঁদলেন এলাকাবাসী

  • তারিখ : ১০:৪৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • 755

মোঃ বাছির উদ্দিন
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদে দীর্ঘ ৩৩ বছর ইমামতির দায়িত্ব পালন শেষে ফুলে সজ্জিত গাড়িতে করে রাজকীয়ভাবে বিদায় জানানো হয়েছে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু নছরকে।

রবিবার (১০ আগস্ট) সকাল ৯টায় মসজিদ প্রাঙ্গণে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. শামসুল আলম, কমিটির সদস্য এবং এলাকাবাসীর পক্ষ থেকে ইমামের হাতে ৫ লাখ ২৮ হাজার টাকা ও একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

পরে ফুলের মালায় বরণ করে ফুলে সজ্জিত গাড়িতে করে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় গ্রামের নারী-পুরুষ রাস্তার দুই পাশে সারিবদ্ধ হয়ে তাকে বিদায় জানায়। গ্রামের যুবকদের মোটরসাইকেলের বহর ইমামের গাড়ির পেছনে ছিল, যা অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

৭০ বছর বয়সি হাফেজ মাওলানা আবু নছর চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা। ১৯৯২ সাল থেকে তিনি টানা ৩৩ বছর মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেন। বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় অবসর নিলে এলাকাবাসী ও মসজিদ কমিটি এ ব্যতিক্রমধর্মী বিদায়ের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আলহাজ্ব মো. শামসুল আলম বলেন, “ইমাম সাহেব শুধু ইমামতি করেননি, তিনি আমাদের জীবনের নানা দিকনির্দেশনা দিয়েছেন। সমাজের মানুষকে সৎপথে ফিরিয়ে আনার জন্য নিরলসভাবে কাজ করেছেন।”

বিদায় মুহূর্তে আবেগাপ্লুত হয়ে হাফেজ মাওলানা আবু নছর বলেন, “জীবনের বড় একটি অংশ এই মসজিদ ও এলাকার মানুষের সঙ্গে কেটেছে। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে এমন সম্মান দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।”

স্থানীয়রা জানান, এভাবে কোনো ইমামকে বিদায় জানানো এ গ্রামে আগে কখনো দেখা যায়নি। এটি মসজিদের ইমামের প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধার প্রতিফলন।

বিদায় সংবর্ধনায় কোরআন তেলাওয়াত করেন হাফেজ সাইফুল ইসলাম এবং নাতে রাসুল পরিবেশন করেন মাওলানা ফয়েজ আহাম্মদ। উপস্থিত ছিলেন মিয়া মোহাম্মদ সাদী, সাধারণ সম্পাদক মো. ফুল মিয়া সরকার, ইউপি সদস্য মিঠু মিয়া, মুস্তাফিজুর রহমান সিকদার, জামাল মাস্টার, ফখরুল সরকার, আমিনুল ইসলাম লিটন, মোসলেম সর্দার, সুজন সিকদার, মিয়া মোহাম্মদ রায়হান, এমদাদুল হক ইমন, টিটু মিয়া, মিয়া মোহাম্মদ শাহজাহান, মিয়া মোহাম্মদ শাহাদাত, মিয়া মোহাম্মদ সাইফুল ইসলামসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

error: Content is protected !!

কুমিল্লায় ৩৩ বছরের ইমামত শেষে রাজকীয় বিদায়; কাঁদলেন এলাকাবাসী

তারিখ : ১০:৪৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

মোঃ বাছির উদ্দিন
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদে দীর্ঘ ৩৩ বছর ইমামতির দায়িত্ব পালন শেষে ফুলে সজ্জিত গাড়িতে করে রাজকীয়ভাবে বিদায় জানানো হয়েছে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু নছরকে।

রবিবার (১০ আগস্ট) সকাল ৯টায় মসজিদ প্রাঙ্গণে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. শামসুল আলম, কমিটির সদস্য এবং এলাকাবাসীর পক্ষ থেকে ইমামের হাতে ৫ লাখ ২৮ হাজার টাকা ও একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

পরে ফুলের মালায় বরণ করে ফুলে সজ্জিত গাড়িতে করে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় গ্রামের নারী-পুরুষ রাস্তার দুই পাশে সারিবদ্ধ হয়ে তাকে বিদায় জানায়। গ্রামের যুবকদের মোটরসাইকেলের বহর ইমামের গাড়ির পেছনে ছিল, যা অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

৭০ বছর বয়সি হাফেজ মাওলানা আবু নছর চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা। ১৯৯২ সাল থেকে তিনি টানা ৩৩ বছর মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেন। বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় অবসর নিলে এলাকাবাসী ও মসজিদ কমিটি এ ব্যতিক্রমধর্মী বিদায়ের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আলহাজ্ব মো. শামসুল আলম বলেন, “ইমাম সাহেব শুধু ইমামতি করেননি, তিনি আমাদের জীবনের নানা দিকনির্দেশনা দিয়েছেন। সমাজের মানুষকে সৎপথে ফিরিয়ে আনার জন্য নিরলসভাবে কাজ করেছেন।”

বিদায় মুহূর্তে আবেগাপ্লুত হয়ে হাফেজ মাওলানা আবু নছর বলেন, “জীবনের বড় একটি অংশ এই মসজিদ ও এলাকার মানুষের সঙ্গে কেটেছে। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে এমন সম্মান দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।”

স্থানীয়রা জানান, এভাবে কোনো ইমামকে বিদায় জানানো এ গ্রামে আগে কখনো দেখা যায়নি। এটি মসজিদের ইমামের প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধার প্রতিফলন।

বিদায় সংবর্ধনায় কোরআন তেলাওয়াত করেন হাফেজ সাইফুল ইসলাম এবং নাতে রাসুল পরিবেশন করেন মাওলানা ফয়েজ আহাম্মদ। উপস্থিত ছিলেন মিয়া মোহাম্মদ সাদী, সাধারণ সম্পাদক মো. ফুল মিয়া সরকার, ইউপি সদস্য মিঠু মিয়া, মুস্তাফিজুর রহমান সিকদার, জামাল মাস্টার, ফখরুল সরকার, আমিনুল ইসলাম লিটন, মোসলেম সর্দার, সুজন সিকদার, মিয়া মোহাম্মদ রায়হান, এমদাদুল হক ইমন, টিটু মিয়া, মিয়া মোহাম্মদ শাহজাহান, মিয়া মোহাম্মদ শাহাদাত, মিয়া মোহাম্মদ সাইফুল ইসলামসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।