০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে খাল দখল ও আবর্জনায় জলাবদ্ধতায় ভুগছে দুই গ্রামের মানুষ বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়ায় কুমিল্লায় ছাত্রলীগ–যুবলীগের ১২ নেতা-কর্মী আটক কুমিল্লা সীমান্তে বিজিবি অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ বিএনপি’র বর্তমান ভূমিকা ফেব্রুয়ারি নির্বাচনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে- কুমিল্লায় ডা. তাহের মুরাদনগরে নিখোঁজের ৭ দিন পর হাত বাঁধা শিশুর মরদেহ উদ্ধার বুড়িচং প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শিক্ষক নেতৃবৃন্দের মতবিনিময় কুমিল্লায় একদিনে মাদ্রাসাছাত্রসহ ৩ জনের লাশ উদ্ধার বুড়িচংয়ে বিএনপির সভাপতির নাম ব্যবহার করে অপপ্রচার; তীব্র নিন্দা কুবিতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় জড়িতদের তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

কুমিল্লায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

  • তারিখ : ০৫:৫৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • 27

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে অবরোধের চেষ্টা করেছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। কুমিল্লার বিভিন্ন মহাসড়কে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুরে মহাসড়কেও টায়ারে আগুন দিয়ে এবং বুড়িচংয়ের কালা কচুয়া এলাকায় অবরোধের চেষ্টা করেছে বিএনপি-জামায়াত। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিরোধের মুখে তারা সরে যেতে বাধ্য হয়েছে।

কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, সকালে মহাসড়কের ঝাগুরঝুলি এলাকায় বিএনপি-জমায়াতের নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। এ সময় একজনকে আটক করেছে পুলিশ।

কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান জানান, অবরোধে নিরাপত্তা রক্ষায় ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট, কুমিল্লা-নোয়াখালী ও কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের কুমিল্লা অংশে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মাঠে রয়েছেন ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

গত ২৮ অক্টোবরের মহাসমাবেশে বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের পর হরতাল-অবরোধ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।

আওয়ামী লীগ সরকারের পতন ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকে সারাদেশে শুরু হয়েছে বিএনপি-জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর তিন দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ।

error: Content is protected !!

কুমিল্লায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

তারিখ : ০৫:৫৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে অবরোধের চেষ্টা করেছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। কুমিল্লার বিভিন্ন মহাসড়কে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুরে মহাসড়কেও টায়ারে আগুন দিয়ে এবং বুড়িচংয়ের কালা কচুয়া এলাকায় অবরোধের চেষ্টা করেছে বিএনপি-জামায়াত। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিরোধের মুখে তারা সরে যেতে বাধ্য হয়েছে।

কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, সকালে মহাসড়কের ঝাগুরঝুলি এলাকায় বিএনপি-জমায়াতের নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। এ সময় একজনকে আটক করেছে পুলিশ।

কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান জানান, অবরোধে নিরাপত্তা রক্ষায় ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট, কুমিল্লা-নোয়াখালী ও কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের কুমিল্লা অংশে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মাঠে রয়েছেন ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

গত ২৮ অক্টোবরের মহাসমাবেশে বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের পর হরতাল-অবরোধ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।

আওয়ামী লীগ সরকারের পতন ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকে সারাদেশে শুরু হয়েছে বিএনপি-জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর তিন দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ।