স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীর অশোকতলার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে ৯তলা ভবনের পার্কিং রাখা জেনেরেটর বিস্ফোরণে আগুন লাগে। এ ঘটনায় পাঁচ জন আহত হয়েছে বলে জানিয়েছেন উদ্ধার কর্মীরা। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওই ভবনটির প্রথম তলায় স্বপ্নের শোরুম, দ্বিতীয় তলায় অগ্রণী ব্যাংক, তৃতীয় তলায় কোচিং সেন্টার বাকিগুলো আবাসিক ফ্ল্যাট। ভবনের আগুনে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে বিকাল ৫টার দিকে ফায়ার সার্ভিসের দুটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভবনের দ্বিতীয় তলার অগ্রণী ব্যাংকের ম্যানেজার সালাউদ্দিন আহমেদ বলেন, ‘প্রচন্ড ধোঁয়ায় ব্যাংকের এসি গুলো গলে গিয়েছে। বিদ্যুৎ না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। তবে কাগজ ক্ষয়ক্ষতি হয়নি।
ভবনের প্রথম তলায় স্বপ্নের এরিয়া ম্যানেজার এয়ার হোসেন জানান, আন্ডারগ্রাউন্ডে জেনেরেটরে আগুন লেগেছে। ধোয়ায় প্রথম ও দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়েছে। উপরে একটি কোচিং সেন্টার আছে। হুড়াহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক নাছির হোসেন বলেন, এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। আমরা কাজ করছি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সহকারি পরিচালক ইকবাল হোসেন বলেন, ঘটনার পর দুটি টিম ক্ষতিগ্রস্ত ভবনের আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে কি থেকে আগুনের সূত্রাপাত হয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে। কি পরিমাণ ক্ষতি হয়েছে তা লিস্ট করা হচ্ছে।
আরো দেখুন:You cannot copy content of this page