মাহফুজ নান্টু।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়ন অফিসের সম্মেলন কক্ষে কমিউনিটি পর্যায়ে দক্ষতা উন্নয়ন ওরিয়েন্টেশন ও জেন্ডার সেন্সিটাইজেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করে ইউপি চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক।
স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SEIP) অর্থবিভাগের সামাজিক প্রচার কর্মসূচীর আওতায় কর্মশালায় ইউপি সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইফুল করিম।
সভাপতির বক্তব্য চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক বলেন, আমরা চাই একদম প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের দক্ষতা বাড়ুক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪১ সালের যে সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের ঘোষনা দিয়েছেন সে লক্ষ্য অর্জনে এসব কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবার সম্মিলিত অংশগ্রহণেই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মান সম্ভব।